BSP Chief Mayawati: "দলিতদের কথা ভাবে না কংগ্রেস," তাই রাজস্থানে রাষ্ট্রপতির শাসনের দাবি মায়াবতীর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
President's Rule In Rajasthan: কংগ্রেসের অকর্মণ্যতার কথা তুলে ধরতে বহুজন সমাজ পার্টি বা বিএসপি প্রধান মায়াবতী (BSP Chief Mayawati) রাজস্থানে দলিত এবং আদিবাসীদের উপর নৃশংসতার বিভিন্ন ঘটনা তুলে ধরেন।
#লখনউ: দলিত এবং আদিবাসীদের স্বার্থের কথা সামান্যতমও ভাবে না কংগ্রেস। তাই প্রয়োজন রাষ্ট্রপতির শাসন। রাজস্থানে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দলিত ও আদিবাসীদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী (BSP Chief Mayawati)। এই কারণেই বুধবার, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন মায়াবতী। কংগ্রেসের অকর্মণ্যতার কথা তুলে ধরতে বহুজন সমাজ পার্টি বা বিএসপি প্রধান মায়াবতী (BSP Chief Mayawati) রাজস্থানে দলিত এবং আদিবাসীদের উপর নৃশংসতার বিভিন্ন ঘটনা তুলে ধরেন।
1.राजस्थान कांग्रेस सरकार में दलितों व आदिवासियों पर अत्याचार की घटनाओं में बेतहाशा वृद्धि हुई है। हाल ही में डीडवाना व धोलपुर में दलित युवतियों के साथ बलात्कार व अलवर में दलित युवक की ट्रैक्टर से कुचलकर हत्या व जोधपुर के पाली में दलित युवक की हत्या ने दलित समाज को झकझोर दिया है।
— Mayawati (@Mayawati) March 23, 2022
advertisement
advertisement
“রাজস্থানের কংগ্রেস সরকারের অধীনে দলিত এবং আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সম্প্রতি দিদওয়ানা ও ঢোলপুরে দলিত মেয়েদের ধর্ষণ, আলওয়ারে ট্রাক্টর দিয়ে এক দলিত যুবককে হত্যা এবং যোধপুরের পালিতে এক দলিতকে হত্যার ঘটনা ঘটেছে যা দলিত সমাজকে নাড়া দিয়েছে,” হিন্দিতে একটি ট্যুইটে লিখেছেন মায়াবতী (BSP Chief Mayawati)।
advertisement
মায়াবতী (BSP Chief Mayawati) আরও জানান, কংগ্রেস সরকার রাজস্থানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিশেষ করে দলিত ও আদিবাসীদের সুরক্ষায় এই দলের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করেছেন তিনি।
“অতএব, এই সরকারকে বরখাস্ত করা এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করাই উপযুক্ত। এটাই বিএসপির দাবি,” বলেন মায়াবতী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 4:23 PM IST