কেন্দ্রের উত্তর আসেনি, ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে অভ্যর্থনা জানাতে যাবেন না অমরিন্দর সিং
Last Updated:
#নয়াদিল্লি: গতকালই ওয়াঘা সীমান্তে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে অভ্যর্থনা জানানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে ট্যুইট করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তবে শেষ পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে কোনও উত্তর না আসায় নিজের মত বদলালেন অমরিন্দর ।
আজ বিকেল ৩-৪ টের মধ্যে ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দেবে পাক-সেনা । অভিনন্দনের ফেরার অপেক্ষায় গোটা দেশ । গতকালই শান্তি বার্তার আর্জি জানিয়ে অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দিতে সম্মত হয়েছেন ইমরান খান ।
পঞ্জাব সীমান্তে কড়া নিরাপত্তার মধ্যেই অভিনন্দনের ফেরার প্রস্তুতি নিচ্ছে দেশ । পঞ্জাব সীমান্তের বেশ কয়েকটি জেলা পরিদর্শনে গিয়েছিলেন অমরিন্দর ও তারপরই ট্যুইটে প্রধানমন্ত্রীর কাছে তাঁকে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছিলেন তিনি তবে কেন্দ্রের তরফ থেকে কোনও উত্তর না আসায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2019 12:50 PM IST