এবার থেকে ট্রেনের রিজার্ভেশন চার্ট তুলে দিচ্ছে রেল

Last Updated:

দূরপাল্লা ট্রেনে যাত্রা করার সময় দরজায় লাগানো রিজার্ভেশন লিস্ট দেখা বেশিরভাগ যাত্রীদের অভ্যাস ৷

#নয়াদিল্লি: দূরপাল্লা ট্রেনে যাত্রা করার সময় দরজায় লাগানো রিজার্ভেশন লিস্ট দেখা বেশিরভাগ যাত্রীদের অভ্যাস ৷ আপনারও যদি এই অভ্যাস থাকে তাহলে এটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ কারণ অগামী মাস থেকে এই পরিষেবা বন্ধ করতে চলেছে রেল ৷ এই চার্টের আর কোনও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে ৷ তাই এই পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে ৷
পরীক্ষামূলক ভাবে পয়লা মার্চ থেকে ছ’মাসের জন্য এ১, এ ও বি ক্যাটাগরির স্টেশনে সংরক্ষণ তালিকা লাগানো বন্ধ করা হবে ৷ বদলে সেই সংক্রান্ত লেটেস্ট আপডেট যাত্রীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে। রেলমন্ত্রকের সূত্রের খবর, ট্রেনের কোচে না থাকলেও তালিকা আগের মতোই প্ল্যাটফর্মে থাকবে ৷
এর মূল কারণ হচ্ছে যে এখন বেশিরভাগ মানুষ ডিজিটাল চার্ট দেখে নেয় ৷ এছাড়া তাদের মোবাইলে বার্থ ও সিট নম্বর সংক্রান্ত সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয় রেলের তরফে ৷ ফলে চার্টের কোনও প্রয়োজন পড়ে না ৷
advertisement
advertisement
চার্ট লাগানোর জেরে কামরার নির্দিষ্ট ওই জায়গাটি নোংরা দেখতে লাগে ৷ পাশাপাশি ট্রেন চলতে শুরু করলে হাওয়ায় সেটি ছিড়ে যায় ৷
এছাড়া চার্ট লাগানোর জন্য স্টাফ নিযুক্ত করা হয়ে থাকে ৷ কিন্তু অপ্রয়োজনীয় এই কাজের বদলে অন্য দরকারি কাজে তাদের নিযুক্ত করা যেতে পারে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে ট্রেনের রিজার্ভেশন চার্ট তুলে দিচ্ছে রেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement