পরিস্থিতির কোনও উন্নতি নেই, রাজধানীর দূষণের ছবিটা ভয়াবহ

Last Updated:
#নয়াদিল্লি: লাগামছাড়া দূষণের জেরে দিল্লিতে জারি হল জরুরি অবস্থা। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা। ৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
দীপাবলির পর মাত্রাছাড়া দূষণে জেরবার রাজধানী। ওখলা, আনন্দ বিহার, বিবেক বিহার-- বায়ুদূষণের সূচক কোথাও ৫০০, তো কোথাও ৪৬০। পরিস্থিতি তাই যথেষ্ট উদ্বেগের ৷
ট্যুইট করে দিল্লিকে গ‍্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন খোদ মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, হরিয়ানা, পঞ্জাবে কৃষিবর্জ‍্য পোড়ানোতেই গ‍্যাস চেম্বার হয়ে উঠছে দিল্লি।
advertisement
দিল্লিতে জারি হয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা।
advertisement
-- ৫ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে
-- সোমবার থেকে দিল্লিতে ফিরছে পরিবহণের অড-ইভেন নীতি
-- শীতকালে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি
৫০ লক্ষ মাস্ক বিলির সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। শুক্রবার স্কুল পড়ুয়াদের হাতে মাস্ক তুলে দেন কেজরিওয়াল। আপাতত মাস্কের ভরসাতেই  দিল্লিবাসী।
বাংলা খবর/ খবর/দেশ/
পরিস্থিতির কোনও উন্নতি নেই, রাজধানীর দূষণের ছবিটা ভয়াবহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement