নোট ইস্যুতে রাজ্যসভায় কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের

Last Updated:

নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য নোটিস দিয়ে রাখলেও, কংগ্রেসের মূল লক্ষ্য যে নোট বদল ইস্যু তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা।

#নয়াদিল্লি: নোটের জোগাড়ে হন্যে দেশ। সাধারণ মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই অস্ত্র শানাচ্ছে বিরোধীরা। সংসদের শীতকালীন অধিবেশনে তার আঁচও যে পড়বে তা টের পেয়েছিল বিজেপি। নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য নোটিস দিয়ে রাখলেও, কংগ্রেসের মূল লক্ষ্য যে নোট বদল ইস্যু তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা। বিরোধিতার অভিমুখও তারা নোট বদল ইস্যুর দিকেই ঘুরিয়ে দিতে চাইছে। সেই মতো অধিবেশনের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস ৷ রাজ্যসভায় কংগ্রেস নেতা আনন্দ শর্মা নোট ইস্যুকে কেন্দ্র করে মোদিকে আক্রমণ করেন ৷ তিনি বলেন গোয়ায় ব্যাঙ্কের লাইনে দাঁড়ানো নিয়ে মোদির মন্তব্য নিন্দনীয় ৷ এই মন্তব্যে ক্ষমা চাওয়া উচিত মোদির ৷
নোট বাতিল নিয়ে কেন্দ্র করে প্রশ্ন করে তিনি বলেন, ‘ আমরা কালো টাকার বিরুদ্ধে ৷ আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ৷ দেশবাসীর হয়রানিরও বিরুদ্ধে আমরা ৷ যে টাকা ঘরে সবার ৷ যে টাকা কৃষকের বাড়িতে ছিল ৷ যে টাকা সরকারি কর্মীর বাড়িতে ছিল ৷ সেগুলি কি কালো টাকা? কালো টাকা বলতে আসলে কী? এব্যাপারে পরিস্কার করে বলা হোক ৷ বহু কৃষকরা আজ বেকার হয়ে গেছেন ৷ এই নোট বাতিলের জেরে ৷ আপনারা ক্যাশলেস ইকোনমির কথা বলছেন ৷ যিনি ফুটপাথে খাবার বিক্রি করেন ৷ তিনি কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? কৃষকরা কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? আপনারা দেশবাসীকে অপরাধী বানিয়েছেন ৷ গোটা দুনিয়ার কাছে বার্তা যাচ্ছে ৷ যে এ দেশ কালোবাজারের দেশ ৷ আমাদের টাকা, অথচ টাকা তুলতে গেলে ৷ ভিক্ষা করার মতো চাইতে হচ্ছে ৷ এমনই পরিস্থিতি চলছে এখন ৷ ’
advertisement
তিনি আরও বলেন, ‘আপনারা ডাক্তার না হয়েই সার্জেন হয়ে গেছেন ৷ সবকিছুতে সার্জিক্যাল স্ট্রাইক করছেন ৷ এটা কী ধরনের সার্জিক্যাল স্ট্রাইক ৷ আপনারা সরকারে আছেন মানে ভারত আপনাদের হয়ে গেছে ৷ এরকম পরিস্থিতি তৈরি করেছেন আপনারা ৷ কালো টাকা বিদেশ থেকে ফেরালেন না কেন?’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নোট ইস্যুতে রাজ্যসভায় কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement