পেপারলেস হতে চলেছে সুপ্রিম কোর্ট

Last Updated:

শীর্ষ আদালতকে কাগজহীন করতে ইন্টিগ্রেটেড কেস ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (আইসিএমআইএস) চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

#নয়াদিল্লি: আগামী ২০০ দিনের মধ্যে ডিডিটাল হতে চলেছে সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালতকে কাগজহীন করতে  ইন্টিগ্রেটেড কেস ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (আইসিএমআইএস) চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিভিন্ন কেস সংক্রান্ত নথি দেখা যাবে ডিজিটালি ৷ দেশের প্রধান বিচারপতি জেএস কেহর বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ছ’ থেকে সাত মাসের মধ্যে কাগজহীন হয় যেতে চলেছে সুপ্রিম কোর্ট ৷
তিনি আরও জানান, ‘এবার থেকে ট্রায়াল ও হাই কোর্ট থেকে নতুন এই সিস্টেমের মাধ্যমে তারা সমস্ত নথি দেখে নেবেন ৷ এর জন্য আলাদা করে আর ফাইল পেশ করতে হবে না ৷ যিনি সুপ্রিম কোর্টে আবেদন করবেন তাকে কেবল জানাতে হবে কিসের ভিত্তিতে তারা এই আবেদন করছেন ৷’
প্রতি বছর প্রায় ৭০,০০০ আবেদন ফাইন হয় সুপ্রিম কোর্টে ৷ ট্রায়াল কোর্ট ও হাই কোর্টের রেকর্ড -সহ প্রত্যেক কেসের ফাইল প্রায় ১০০ পাতার হয়ে উঠে ৷ হিসেব অনুযায়ী প্রায় ৫০ লক্ষ কাগজ লাগে এর জন্য ৷ গাছ কাটা রুখতে ও পেপার বাঁচাতে এই উদ্যোগ নিতে চলেছে সরকার ৷
advertisement
advertisement
পাশাপাশি অত্যাধুনিক এই ব্যবস্থা স্বচ্ছতা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে ৷ সঙ্গে 'রিয়েল টাইমে' প্রতিটি মামলার অগ্রগতি সম্পর্কেও জানাবে।
বাংলা খবর/ খবর/দেশ/
পেপারলেস হতে চলেছে সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement