কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনও প্রমাণ মেলেনি

Last Updated:

JNUSU নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে আনা সমস্ত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে নেওয়া হতে পারে ৷ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহী স্লোগান দেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ অথচ, বুধবারই দিল্লি কমিশনার বি এস বসসি পিএমও অফিসে বসে JNU ইস্যুতে সম্পূর্ণ অন্য কথা বলেছিলেন ৷

#নয়াদিল্লি: JNUSU নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে আনা সমস্ত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে নেওয়া হতে পারে ৷ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহী স্লোগান দেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ অথচ, বুধবারই দিল্লি কমিশনার বি এস বসসি পিএমও অফিসে বসে JNU ইস্যুতে সম্পূর্ণ অন্য কথা বলেছিলেন ৷
বুধবার দিল্লি কমিশনার বসসি বলেছিলেন, ‘মিডিয়া বলছে কানহাইয়ার বিরুদ্ধে তথ্য নেই ৷ আমি বলছি পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য আছে ৷ আইন অনুযায়ী ব্যবস্থা নেব ৷ কানহাইয়াকে কোনওভাবেই ক্লিনচিট দেওয়া যাবে না ৷ ইতিমধ্যেই সে ব্যাপারে রিপোর্ট দিয়েছি ৷ পরে তদন্ত নিয়ে আরও রিপোর্ট দেব ৷’ দিল্লি পুলিশ চিফ এদিন আরও জানিয়েছিলেন, দেশদ্রোহিতায় যুক্ত বাকি নেতাদেরও খোঁজ নেওয়া হচ্ছে ৷ কোনওরকম পক্ষপাত ছাড়াই আইনের পথে তদন্ত চালানো হচ্ছে ৷ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে ৷ দিল্লি পুলিশের বিরুদ্ধে সরকারের পক্ষ নেওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন সিপি বি এস বসসি ৷
advertisement
কানহাইয়া কুমার প্রথম থেকেই দাবি করে এসেছে, JNU-তে আফজল গুরুর নিয়ে যে সভা হয়েছিল তাতে সে উপস্থিত ছিল না ৷ সূত্রের খবর, কানহাইয়া জানিয়েছে, ওই সভার আয়োজকরা JNU-এর কোনও পড়ুয়া নয়, তারা বহিরাগত ৷ কানহাইয়া কুমারকে দেশদ্রোহিতার অভিযোগে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে গ্রেফতার করা হয় ৷ বুধবার দিল্লির পাতিয়ালা কোর্ট কানহাইয়া কুমারকে ২ মার্চ অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনও প্রমাণ মেলেনি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement