এনপিআরের জন্য কোনও নথি লাগবে না, কাউকে ‘সন্দেহজনক’ ঘোষণা করা হবে না: অমিত শাহ

Last Updated:

গুলাম নবি আজাদ সরাসরি সংসদে দাঁড়িয়ে অমিত শাহকে জিজ্ঞাসা করেন, এনপিআরের ফলে কাউকে কি ডি (ডাউটফুল) বা সন্দেহজনকের তালিকায় রাখা হবে?

#নয়া দিল্লি: ‘এনপিআরের জন্য কোনও নথির দরকার নেই৷ কাউকে ‘ডি (ডাউটফুল)’ বা সন্দেহজনকের তালিকায় ফেলে রাখা হবে না৷’ বৃহস্পতিবার রাজ্যসভায় দেওয়া মন্তব্যে অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
রাজ্যসভায় দিল্লি হিংসা নিয়ে জবাব দেওয়া শুরু করেছিলেন অমিত শাহ৷ সেখানে দিল্লি হিংসার বিষয়ে পরিসংখ্যান দিয়ে তিনি যুক্তি খাড়া করার চেষ্টা করেন৷ বলেন, দিল্লি হিংসা নিয়ে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছে দিল্লি পুলিশ৷ কিন্তু এই হিংসার কারণ হিসাবে তিনি দোষ দিয়েছেন শাহিনবাগকে৷ তাঁর মতে সেই সিএএ প্রতিবাদের জমায়েত থেকেই উস্কানিমূলক ভাষণ দেওয়া হয়েছে, আর তা থেকেই দিল্লিতে হিংসা ছড়িয়েছে৷
advertisement
এই কথা বলার পরেই স্বাভাবিকভাবেই এসে পড়েছে সিএএ, এনআরসি ও এনপিআর প্রসঙ্গ৷ সঙ্গে সঙ্গে অমিত শাহকে চেপে ধরে কংগ্রেস৷ গুলাম নবি আজাদ সরাসরি সংসদে দাঁড়িয়ে অমিত শাহকে জিজ্ঞাসা করেন, এনপিআরের ফলে কাউকে কি ডি (ডাউটফুল) বা সন্দেহজনকের তালিকায় রাখা হবে? সংসদে দাঁড়িয়ে সরাসরি অমিত শাহ উত্তর দিয়ে দেন, না৷ এনপিআরের ফলে ভারতের কোনও নাগরিককেই সন্দেহজনকদের তালিকায় ফেলা হবে না৷ কোনও নাগরিক তাঁর যতটা তথ্য দেওয়ার ইচ্ছা, ততটাই তিনি দিতে পারবেন৷ কেউ তাঁকে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য জোর করবে না৷
advertisement
advertisement
ইতিমধ্যে অনেকগুলি রাজ্য এনপিআর কার্যকর করার বিষয়ে আপত্তি জানিয়েছে৷ নানা মহল থেকে এই আপত্তি উঠে আসছে৷ আর সেই প্রেক্ষিতেই অমিত শাহ বললেন, ‘এনপিআর নিয়ে চিন্তা নেই৷ কাউকে সন্দেহজনকের তালিকায় রাখা হবে না৷’
বাংলা খবর/ খবর/দেশ/
এনপিআরের জন্য কোনও নথি লাগবে না, কাউকে ‘সন্দেহজনক’ ঘোষণা করা হবে না: অমিত শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement