হোম /খবর /দেশ /
আন্তর্জাতিক উড়ান চালু নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, জানাল কেন্দ্র

আন্তর্জাতিক উড়ান চালু নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, জানাল কেন্দ্র

Representational Image

Representational Image

শুধু আন্তর্জাতিক উড়ানই নয়, ডোমেস্টিক বিমান পরিষেবা আরও বাড়ানোর ব্যাপারে এবং পুরোদস্তুর চালানোর ব্যাপারেও ধীরে চলো নীতি নিয়ে চলতে চায় কেন্দ্র।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: এখনই আন্তর্জাতিক উড়ান নয়, জানিয়ে দিল কেন্দ্র ৷ যতই জল্পনা চলুক, এখনই যে আন্তর্জাতিক উড়ান চালু হবে না, তা স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, আন্তর্জাতিক উড়ান ফের চালু করার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতেও চায় না কেন্দ্র। সব দিক বিবেচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একটি বিবৃতিতে কেন্দ্র সম্প্রতি জানিয়েছে, তারা ইতিমধ্যেই দেশের মধ্যে উড়ান চালু করেছে। আন্তর্জাতিক উড়ানও তারা চালু করতে বদ্ধপরিকর। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্র আন্তর্জাতিক আকাশের দিকে কড়া নজর রেখেছে। অন্যান্য দেশ ভারতীয়দের স্বাগত জানালেই আন্তর্জাতিক উড়ান চালুর বিষয়ে ভাবনাচিন্তা শুরু হবে।সংবাদসংস্থা এএনআই-কে কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘‘ অন্যান্য দেশ কী করছে ৷ আমাদের বিমানগুলি সে দেশে যাওয়ার অনুমতি পাবে কী না, সে সবকিছুর উপরেই নির্ভর করছে আন্তর্জাতিক উড়ান চালুর বিষয়টা ৷’’

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তা বলেন, "আন্তর্জাতিক উড়ান চালু করলেই তো আর হল না। তার আগে অনেকগুলো বিষয় দেখে নিতে হবে। এক, যে দেশে বিমান যাবে, সেই সব দেশ আমাদের যাত্রীদের নিতে আগ্রহী কি না। আমাদের দেশের বিভিন্ন রাজ্যও বিদেশি উড়ান নামতে দিতে চাইছে কি না। আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রকও এ ব্যাপারে কী বলে, সেটাও দেখে নিতে হবে।" দেশীয় বিমান পরিবহণ চালু হওয়ার পর পরই আন্তর্জাতিক উড়ান খুব শীঘ্রই চালু হবে, এমন জল্পনা শুরু হয়েছিল। এ দিন বিবৃতি দিয়ে কার্যত সেই ভাবনায় জল ঢেলে দিল কেন্দ্র।

তবে শুধু আন্তর্জাতিক উড়ানই নয়, ডোমেস্টিক উড়ান আরও বাড়ানোর ব্যাপারে এবং পুরোদস্তুর চালানোর ব্যাপারেও ধীরে চলো নীতি নিয়ে চলতে চায় কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তার কথায়, "কোভিড পরিস্থিতি দেশে কোন দিকে এগোচ্ছে, তা দেখে নিয়েই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। লকডাউনের শুরুর সিদ্ধান্ত নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে কেন্দ্রকে। এই অবস্থায় কোনও সিদ্ধান্তই তড়িঘড়ি নিতে চায় না কেন্দ্র।"

তবে আন্তর্জাতিক উড়ান চালু না হলেও বিদেশ থেকে ভারতীয়দের আনার জন্য যে বন্দে ভারত মিশন চলছে, তা আগের মতোই চলবে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। এমনকী, লাতিন আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের বিদেশি উড়ানের সাহায্যে উড়িয়ে নিয়ে আসা যায় কি না, সে ব্যাপারেও ভাবনা চিন্তা করছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

Shalini Datta

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Air India, Hardeep Singh Puri, International Flights