বালাকোট নিয়ে নীরবতা ভাঙলেন প্রতিরক্ষামন্ত্রী, সরকারি ভাবে কোনও সংখ্যাই জানানো যাবে না
Last Updated:
#চেন্নাই: বালাকোটে জইশের জঙ্গি-ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার আক্রমণ কোনও সামরিক পদক্ষেপ ছিল না, স্পষ্ট জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ । বালাকোট এয়ারস্ট্রাইকে কোনও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি ।
পাশাপাশি তিনি জানিয়েছেন, বিদেশ সচিব বিজয় গোখলে এই হামলা সংক্রান্ত বিবৃতিতে কোনও নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করেননি । তিনি কেবলমাত্র সরকারের অবস্থান তুলে ধরেছেন ।
গত মঙ্গলবার, গোখলে জানিয়েছিলেন পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার আক্রমণের ফলে বেশ বড় সংখ্যক জঙ্গি, প্রশিক্ষক ও সিনিয়র কমান্ডারদের মৃত্যু হয়েছে ।
advertisement
advertisement
লোকসভা নির্বাচনের আগে বালাকোট এয়ারস্ট্রাইক নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে চাইছে বিজেপি সরকার, এমনই দাবি তুলেছে বিরোধীপক্ষ। সেই প্রসঙ্গে সীতারমণ জানিয়েছেন নির্বাচনের সঙ্গে বালাকোট এয়ারস্ট্রাইকের কোনও যোগসূত্র নেই । মার্কিন গোয়েন্দা দফতরের সূত্র ধরে সন্ত্রাসদমন কার্যকলাপ হিসেবে বালাকোট আঘাতের সিদ্ধান্ত নিয়েছে সরকার । বালাকোট কোনওভাবেই সামরিক আক্রমণ ছিল না ।
advertisement
Defence Minister Nirmala Sitharaman on IAF #AirStrike: There is no relationship between the airstrike and elections. It was based upon intelligence inputs on terrorist activities in Pakistan, to be unleashed against India. It was not a military action. pic.twitter.com/P48pfqQPPi
— ANI (@ANI) March 5, 2019
advertisement
বালাকোট সন্ত্রাসবিরোধী কার্যকলাপের একটি অংশমাত্র, এটি কোনও সামরিক পদক্ষেপ নয় ও এটিই সরকারের চূড়ান্ত অবস্থান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2019 3:42 PM IST