দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

Last Updated:

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারির পর করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে কবে পরীক্ষা হতে পারে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷

#নয়াদিল্লি: করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত দশম এবং দ্বাদশের কোনও বোর্ড পরীক্ষা নেওয়া হবে না ৷ শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন ২০২১ সালের শুরুতেও অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনও বোর্ড পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানুয়ারি-ফেব্রুয়ারিতে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কোনও পরীক্ষায় বসতে হচ্ছে না ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারির পর করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে কবে পরীক্ষা হতে পারে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷
advertisement
সাধারণত ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা সম্পূর্ণ হয়ে যায় ৷ কিন্তু এখন করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসায় জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷
advertisement
রাজ্যেও মার্চের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে যায় ৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এরাজ্যেও এখনও পরীক্ষার তারিখ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার ৷ এই পরিস্থিতিতে শুধু এই বছরের জন্য মাধ্যমিক  ও উচ্চমাধ্যমিকের সিলেবাসে কাটছাঁটও করা হয়েছে ৷ পরীক্ষার তারিখ নিয়ে বাকি বোর্ডগুলির সিদ্ধান্তের উপর নজর রেখেছিল রাজ্য ৷ এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ঘোষণার পর এরাজ্যেও যে ফেব্রুয়ারির মধ্যে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার সম্ভাবনা যে নেই তা স্পষ্ট ৷
advertisement
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালেও বোর্ড পরীক্ষা মাঝপথে স্থগিত হয়ে যায়৷  যে কারণে সিবিএসই বোর্ড থেকে উচ্চমাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement