মিটিংয়ে নেতা-মন্ত্রীরা আর ফাস্ট ফুড খেতে পারবেন না, নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্যমন্ত্রকের
Last Updated:
নয়াদিল্লি: এখন থেকে কোনও সরকারি বৈঠক বা আলোচনাচক্রে চাউমিন, কেক, বিস্কুটের মতো অস্বাস্থ্যকর খাবার দেওয়া চলবে না। এই নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার বদলে চায়ের সঙ্গে শুধুমাত্র বাদাম, আখরোট, চানা ভাজা, খেজুর জাতীয় স্বাস্থ্যকর খাবারই দেওয়া হবে। এতদিন সরকারি মিটিংগুলিতে চায়ের সঙ্গে বিস্কুট, কুকিজ জাতীয় খাবার দেওয়ার প্রচলন ছিল। আবার কখনও ফাস্ট ফুড জাতীয় খাবারও খেতে চাইতেন নেতামন্ত্রীরা। কিন্তু এখন থেকে এ সব আর চলবে না বলে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে মন্ত্রকের বিভিন্ন অফিসের ক্যান্টিনগুলোতে।
স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন নির্দেশিকায় বলেছেন, ‘‘অস্বাস্থ্যকর ফাস্ট ফুড জাতীয় খাবার শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। এসব খাবার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং বয়সের সঙ্গে রক্তচাপের সমস্যা দেখা দেয়।’’
সে জন্যই আলোচনার টেবিলে চায়ের আসরে এই পদ পরিবর্তন। স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিকের বক্তব্য, ‘আমাদের মন্ত্রী নিজে একজন ডাক্তার। তিনি জানেন ফাস্ট ফুড জাতীয় খাবার শরীরের পক্ষে কতটা ক্ষতিকর।’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2019 9:03 PM IST

