Nitish Kumar Oath: আগামিকাল দুপুরে শপথ নীতীশের, ডেপুটি হচ্ছেন তেজস্বী! জরুরি বৈঠকে বিজেপিও

Last Updated:

নীতীশ যখন ফের একবার পটনার মসনদে বসার প্রস্তুতি নিচ্ছেন, তখন বসে নেই বিজেপি-ও৷

আগামিকাল শপথ নেবেন নীতীশ- তেজস্বী৷
আগামিকাল শপথ নেবেন নীতীশ- তেজস্বী৷
#পটনা: আগামিকাল দুপুর দুটোয় ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তেজস্বী যাদব৷ এ দিনই রাজভবনে গিয়ে রাজ্যপাল ফগু চৌহানের কাছে ইস্তফা দেন নীতীশ৷ পরে তেজস্বী সহ মহাজোটের নেতাদের সঙ্গে নিয়ে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান নীতীশ৷ ১৬০ জনেরও বেশি বিধায়কের সমর্থন তাঁর প্রতি রয়েছে বলে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন নীতীশ৷
রাজভবন থেকে বেরিয়ে নীতীশ বলেন, 'মহাজোটের সব দল পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে৷' জেডিইউ, আরজেডি, কংগ্রেস সহ মহাজোটে মোট সাতটি দল রয়েছে৷ নীতীশকে স্বস্তি দিয়ে তাঁকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়ে দিয়েছে জীেতন রাম মাঝির দল হাম৷এ ছাড়াও একজন নির্দল প্রার্থীও নীতীশ-তেজস্বী সরকারকে সমর্থন জানিয়েছেন৷ ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন৷ তার থেকে অনেক বেশি সংখ্যক বিধায়কের সমর্থন নিেয় নিশ্চিন্ত মনে ফের মসনদে বসবেন নীতীশ৷
advertisement
advertisement
নীতীশ যখন ফের একবার পটনার মসনদে বসার প্রস্তুতি নিচ্ছেন, তখন বসে নেই বিজেপি-ও৷ আচমকা এই ধাক্কা সামাল দিতে দলের রণকৌশল ঠিক করতে কাল সকাল দশটায় পটনায় দলের বিধায়ক, সাংসদ, বিধান পরিষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব৷ ইতিমধ্যেই দিল্লি থেকে পটনায় পৌঁছে গিয়েছেন বিজেপি-র বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা৷
advertisement
নীতীশ এ দিন দাবি করেছেন, তাঁর দলের সব বিধায়ক, সাংসদ সর্বসম্মতিক্রমে এনডিএ থেকে বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছেন৷ সেই মতকে মান্যতা দিয়েই তিনি ইস্তফা দিয়েছেন৷ যদিও বিজেপি-র অভিযোগ, বিহারের জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ৷
তবে ইস্তফা িদলেও আচমকা বিজেপি-র সঙ্গত্যাগের কারণ জানাননি নীতীশ৷ তবে জেডিইউ সূত্রে খবর, বিজেপি তলে তলে জেডিইউ-তে ভাঙন ধরিয়ে একক ভাবে বিহারের ক্ষমতা দখলের চেষ্টা করছিল, এমন আঁচ পেয়েছিলেন নীতীশ৷ সেই কারণেই পুরনো বন্ধু লালু প্রসাদের পুত্র তেজস্বীর হাত ধরলেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar Oath: আগামিকাল দুপুরে শপথ নীতীশের, ডেপুটি হচ্ছেন তেজস্বী! জরুরি বৈঠকে বিজেপিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement