Nitish Kumar Oath: আগামিকাল দুপুরে শপথ নীতীশের, ডেপুটি হচ্ছেন তেজস্বী! জরুরি বৈঠকে বিজেপিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নীতীশ যখন ফের একবার পটনার মসনদে বসার প্রস্তুতি নিচ্ছেন, তখন বসে নেই বিজেপি-ও৷
#পটনা: আগামিকাল দুপুর দুটোয় ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তেজস্বী যাদব৷ এ দিনই রাজভবনে গিয়ে রাজ্যপাল ফগু চৌহানের কাছে ইস্তফা দেন নীতীশ৷ পরে তেজস্বী সহ মহাজোটের নেতাদের সঙ্গে নিয়ে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান নীতীশ৷ ১৬০ জনেরও বেশি বিধায়কের সমর্থন তাঁর প্রতি রয়েছে বলে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন নীতীশ৷
রাজভবন থেকে বেরিয়ে নীতীশ বলেন, 'মহাজোটের সব দল পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে৷' জেডিইউ, আরজেডি, কংগ্রেস সহ মহাজোটে মোট সাতটি দল রয়েছে৷ নীতীশকে স্বস্তি দিয়ে তাঁকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়ে দিয়েছে জীেতন রাম মাঝির দল হাম৷এ ছাড়াও একজন নির্দল প্রার্থীও নীতীশ-তেজস্বী সরকারকে সমর্থন জানিয়েছেন৷ ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন৷ তার থেকে অনেক বেশি সংখ্যক বিধায়কের সমর্থন নিেয় নিশ্চিন্ত মনে ফের মসনদে বসবেন নীতীশ৷
advertisement
advertisement
নীতীশ যখন ফের একবার পটনার মসনদে বসার প্রস্তুতি নিচ্ছেন, তখন বসে নেই বিজেপি-ও৷ আচমকা এই ধাক্কা সামাল দিতে দলের রণকৌশল ঠিক করতে কাল সকাল দশটায় পটনায় দলের বিধায়ক, সাংসদ, বিধান পরিষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব৷ ইতিমধ্যেই দিল্লি থেকে পটনায় পৌঁছে গিয়েছেন বিজেপি-র বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা৷
advertisement
নীতীশ এ দিন দাবি করেছেন, তাঁর দলের সব বিধায়ক, সাংসদ সর্বসম্মতিক্রমে এনডিএ থেকে বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছেন৷ সেই মতকে মান্যতা দিয়েই তিনি ইস্তফা দিয়েছেন৷ যদিও বিজেপি-র অভিযোগ, বিহারের জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ৷
তবে ইস্তফা িদলেও আচমকা বিজেপি-র সঙ্গত্যাগের কারণ জানাননি নীতীশ৷ তবে জেডিইউ সূত্রে খবর, বিজেপি তলে তলে জেডিইউ-তে ভাঙন ধরিয়ে একক ভাবে বিহারের ক্ষমতা দখলের চেষ্টা করছিল, এমন আঁচ পেয়েছিলেন নীতীশ৷ সেই কারণেই পুরনো বন্ধু লালু প্রসাদের পুত্র তেজস্বীর হাত ধরলেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 8:51 PM IST