সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, মন্ত্রীসভা নিয়ে চলছে শেষ মুহূর্তের রফা

Last Updated:

প্রাথমিক ভাবে সমস্ত শরিক দলের সঙ্গে নীতিশ কুমার কথা বলেছেন। স্থির হয়েছে, মোট ৩৬ জন সদস্যের মন্ত্রীসভা তৈরি হতে পারে।

#নয়াদিল্লি: সরকার গড়া নিয়ে পাটনায় তৎপরতা তুঙ্গে পৌঁছল। সব ঠিক থাকলে সোমবারই সপ্তমবার শপথ নিতে পারেন নীতিশ কুমার। দীপাবলি ও ছটপুজোর মাঝে এই শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নিতে পারেন ডেপুটি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও।
সূত্রের খবর, করোনার কারণে প্রতিবছরের গান্ধিময়দানে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অনুষ্ঠাটি আয়োজিত হতে পারে মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক উল্টোদিকে রাজভবনের হলে। এনডিএ জোট মনে করে, বিহার জয় এনেছে মোদি ম্যাজিক। ফলে বিজেপির তরফে চেষ্টা করা হচ্ছে, শপথগ্রহণের দিন প্রধানমন্ত্রীকে বিহারে নিয়ে আসতে।
প্রাথমিক ভাবে সমস্ত শরিক দলের সঙ্গে নীতিশ কুমার কথা বলেছেন। স্থির হয়েছে, মোট ৩৬ জন সদস্যের মন্ত্রীসভা তৈরি হতে পারে। এর মধ্যে ২২ জন মন্ত্রীই থাকবেন বিজেপি থেকেষ ১২ জন থাকবেন বিজেপি থেকে। ভিআইপি ও হ্যাম থেকে আসবেন একজন করে সদস্য।
advertisement
advertisement
জেডিইউ-এর থেকে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। সেক্ষেত্রে মন্ত্রীসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে বিজেপি শিবিরেরই। তবে বিজেপি মহারাষ্ট্রের স্মৃতি মাখায় রেখেই নীতীশকে মন্ত্রীসভা চালানোর ক্ষমতা দিতে চায়।
২০১৫ সালে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিয়েছিলেন নীতিশ কুমার। কিন্তু আরজেডির সঙ্গে মতপার্থক্যের জেরে ২০১৭ সালে মহাগঠবন্ধন থেকে বেরিয়ে এসে এনডিএ-এর হাত ধরেন নীতিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, মন্ত্রীসভা নিয়ে চলছে শেষ মুহূর্তের রফা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement