Nitish Kumar: ‘আর কোথাও যাওয়ার প্রশ্নই নেই’, বিজেপির হাত ধরে ফের মুখ্যমন্ত্রী হয়ে বললেন নীতীশ

Last Updated:

Nitish Kumar: লোকসভা ভোটের মুখে বিহারের সরকার নিয়ে হঠাৎই শুরু হয় বিস্তর জলঘোলা৷ সেখানে নীতীশ কুমার বিজেপি বিরোধী জোট ছেড়ে হঠাৎই বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেন৷

ছবি - পিটিআই
ছবি - পিটিআই
পটনা: বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে ফের একবার শপথ নিলেন নীতীশ কুমার৷ তবে এ বার, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর-এর সঙ্গে৷ ফলে ফের সরকারের বদল হল বিহারে৷ শপথ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানালেন তিনি৷ বললেন, ‘আমার নিজের পক্ষ থেকে এবং বিহারের সমস্ত জনগণের পক্ষ থেকে, আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর অভিনন্দন ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানাই এবং তাঁর সহযোগিতার জন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
লোকসভা ভোটের মুখে বিহারের সরকার নিয়ে হঠাৎই শুরু হয় বিস্তর জলঘোলা৷ সেখানে নীতীশ কুমার বিজেপি বিরোধী জোট ছেড়ে হঠাৎই বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেন৷ শেষ পর্যন্ত রবিবার সেই জল্পনায় বৃত্ত সম্পূর্ণ হল৷ শনিবারই আগের জোটের মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছিলেন নীতীশ৷ আর রবিবার তিনি নতুন জোটের মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিলেন৷
তাঁর মন্ত্রিসভায় শপথ নিলেন মোট আট জন মন্ত্রী৷ শপথের পর ট্যুইট করে নীতীশ লিখলেন, ‘আমার নিজের পক্ষ থেকে এবং বিহারের সমস্ত জনগণের পক্ষ থেকে, আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর অভিনন্দন ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানাই এবং তাঁর সহযোগিতার জন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিহারে এনডিএ জোটের সঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে। জনগণই প্রধান এবং তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যে এনডিএ জোট সরকার থাকায় উন্নয়নের কাজ গতি পাবে এবং রাজ্যের মানুষের উন্নতি হবে।’
advertisement
advertisement
এ ছাড়া সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়ায় নীতীশ বললেন, ‘আমি এনডিএ-এর সঙ্গে আগেও ছিলাম৷ আমাদের পথ ভিন্ন হয়ে গিয়েছিল, এখন আমরা আবার একপথে এসে মিলেছি, এবং মিলেই থাকব৷ আজকে আটজন মন্ত্রিসভার সদস্য শপথ নিলেন৷ আর বাকিরা দ্রুত শপথ গ্রহণ করবেন৷ আমি যেখানে ছিলাম, সেখানেই ফিরে এলাম৷ এ বার আর কোথাও যাওয়ার কোনও প্রশ্নই নেই৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar: ‘আর কোথাও যাওয়ার প্রশ্নই নেই’, বিজেপির হাত ধরে ফের মুখ্যমন্ত্রী হয়ে বললেন নীতীশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement