নিঠারি হত্যাকাণ্ড থেকে বেকসুর খালাস অভিযুক্ত সুরিন্দর কোলি! জেলমুক্তিতে রইল না কোনও বাধা

Last Updated:

এক সময়ে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল কুখ্যাত নিঠারি হত্যাকাণ্ডের ঘটনা। এবারে সেই মামলা থেকে বেকসুর খালাস হয়ে গেলেন সুরিন্দর কোলি। ১২টি মামলা থেকে আগেই তাঁকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার শেষ এবং অন্তিম মামলা থেকেও তাঁকে বেকসুর খালাস করল দেশের সর্বোচ্চ আদালত।

বেকসুর খালাস হলেন অন্যতম অভিযুক্ত
বেকসুর খালাস হলেন অন্যতম অভিযুক্ত
নয়াদিল্লি: এক সময়ে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল কুখ্যাত নিঠারি হত্যাকাণ্ডের ঘটনা। এবারে সেই মামলা থেকে বেকসুর খালাস হয়ে গেলেন সুরিন্দর কোলি। ১২টি মামলা থেকে আগেই তাঁকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার শেষ এবং অন্তিম মামলা থেকেও তাঁকে বেকসুর খালাস করল দেশের সর্বোচ্চ আদালত। তাই এবার জেল মুক্তিতে আর কোনও বাধা রইল না সুরিন্দরের।
জানা গিয়েছে, শেষ মামলা ছিল ১৫ বছরের এক কিশোরীকে খুনের অভিযোগের উপর। কিন্তু, সেই বিষয়ে পর্যাপ্ত কোনও প্রমাণ না থাকায় সুরিন্দরকে মঙ্গলবার বেকসুর খালাস করে দিলেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীনের তিন সদস্যের বেঞ্চ।
প্রসঙ্গত, নিঠারি মামলায় এর আগে সুরিন্দরকে ফাঁসির সাজা শুনিয়েছিল সিবিআই আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্ট যান তিনি। শেষে সেই মামলা যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালত আগের শুনানিতে জানিয়েছিল, শুধুমাত্র জবানবন্দি এবং একটি রান্নাঘরে ব্যবহৃত ছুরির উপর ভিত্তি করে সুরিন্দরকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। এরপরেই শেষ মামলা থেকেও মুক্তি পান তিনি।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বর মাসে নয়ডার নিঠারি এলাকার ব্যবসায়ী মনিন্দর সিং পান্ধেরের বাড়ির পিছনের একটি নালা থেকে পাওয়া যায় বেশ কিছু মানুষের কঙ্কাল। এছাড়াও উদ্ধার হয় মানুষের দেহাবশেষও। শুধু তাই নয়, অভিযোগ উঠেছিল, খুনের পরে দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করে খেয়ে ফেলতেন মনিন্দর এবং সুরিন্দর। এরপরেই দুজনকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁদের ফাঁসির সাজা শোনালেও তা স্থগিত এলাহাবাদ হাইকোর্ট স্থগিত হয়ে গিয়েছিল।
advertisement
এই ঘটনা অবলম্বনেই কিছুদিন আগেই নেটফ্লিক্সে সিরিজ হয়েছিল ‘সেক্টর ৩৬’। অভিনেতা বিক্রান্ত মাসী অভিনীত এই সিরিজ জনপ্রিয়তাও পায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিঠারি হত্যাকাণ্ড থেকে বেকসুর খালাস অভিযুক্ত সুরিন্দর কোলি! জেলমুক্তিতে রইল না কোনও বাধা
Next Article
advertisement
SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
  • শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক

  • মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি

  • শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে

VIEW MORE
advertisement
advertisement