Nita Mukesh Ambani Cultural Centre: 'লাইট ইনটু স্পেস'... এক অনন্য 'ভিজ্যুয়াল আর্ট' প্রদর্শনী লঞ্চ করল নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এই প্রথম কোনও আন্তর্জাতিক প্রদর্শনী ১৯৬০ এবং ৭০ দশকের আলোক ও মহাকাশ শিল্পীদের কাজ একত্রিত করল
মুম্বই: ‘লাইট ইনটু স্পেস’… এক অনন্য ‘ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনী লঞ্চ করল নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার। এই প্রথম কোনও আন্তর্জাতিক প্রদর্শনী ১৯৬০ এবং ৭০ দশকের আলোক ও মহাকাশ শিল্পীদের কাজ একত্রিত করল।
নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রর ‘ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনী ৬ বছরে পা দিল। এ’বছরের প্রজর্শনীতে ফুটে উঠেছে ‘লাইট অ্যান্ড স্পেস আর্ট মুভমেন্ট’-এর নানা নমুনা। ১৯৬০ এবং ৭০ দশকে দক্ষিণ কভালিফোর্নিয়ায় জনপ্রিয় হয়েছিল শিল্পের এই বিপ্লবী ধারা। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারএর চারতলা জুড়ে শোভা পেয়েছে জন ক্যামবারলেইন, মেরি কোর্স, ওয়ালটার ডি মারিয়া, দ্যান ফ্ল্যাফিন, ন্যান্সি হল্ট, রবার্ট ইরউইন, রবার্ট স্মিথসন-এর মতো আমেরিকার কিংবদন্তী শিল্পীদের কাজ। আছে ফরাশি শিল্পী ফ্র্যানকোইস মোরেলেটের শিল্প সম্ভারও।
advertisement
‘লাইট ইনটু স্পেস’-এর ‘ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনী উদ্বোধন করেন ঈশা আম্বানি। উপস্থিত ছিলেন জেসিকা মরগান, পরিচালক ও কিউরেটর নাতালি ডি গুনজবার্গ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রথাগত ক্যানভাস এবং পেন্টিং বা ভাস্কর্যের মতো প্রতিষ্ঠিত ফর্মের বাইরে গিয়ে এই প্রদর্শনী অনন্য এবং অভূতপূর্ব।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 5:44 PM IST