Anant Ambani-Radhika Merchant Wedding: সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা, আবেগপ্রবণ হয়ে পড়লেন নীতা, বিয়ের সাত জন্মের বন্ধন নিয়ে কী বললেন মুকেশ-পত্নী?

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: আর পুত্রের বিয়ের সাক্ষী হয়ে যেন কানায় কানায় আনন্দে ভরে উঠেছে নীতার মন! বিবাহ অনুষ্ঠানে এক বিশেষ বক্তব্য রাখতে দেখা গেল মুকেশ-ঘরণীকে।

 সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা, আবেগপ্রবণ হয়ে পড়লেন নীতা
সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা, আবেগপ্রবণ হয়ে পড়লেন নীতা
মুম্বই: গত ১২ জুলাই অর্থাৎ শুক্রবার মুম্বইয়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ। আর পুত্রের বিয়ের সাক্ষী হয়ে যেন কানায় কানায় আনন্দে ভরে উঠেছে নীতার মন! বিবাহ অনুষ্ঠানে এক বিশেষ বক্তব্য রাখতে দেখা গেল মুকেশ-ঘরণীকে। যেখানে তিনি সাত জন্ম একসঙ্গে পথচলার গুরুত্বের উপরে জোর দিয়েছেন।
নীতা আম্বানি বলেন, “নমস্কার। এই পবিত্র অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এই মুহূর্তে আমার হৃদয়ের এই দুই টুকরো, অনন্ত এবং রাধিকাকে এই চিরন্তন বন্ধনে বাঁধা পড়তে দেখে আমার মন আবেগ, কৃতজ্ঞতা এবং গভীর ভক্তিতে ভরে উঠেছে। হিন্দু রীতি অনুযায়ী, বিবাহ হল একটি দৃঢ় অঙ্গীকার। যা শুধুমাত্র সারা জীবনের জন্য নয়, বরং তা সাত জন্মের জন্যও বটে। সাত জন্মের বন্ধন। এটা একটা বিশ্বাস যে, বারবার আত্মা ঠিক একে অপরকে খুঁজে নেয়। আর প্রতি জন্মে তাঁদের ভালবাসা আরও গভীর হবে।”
advertisement
advertisement
advertisement
পুত্র অনন্তকে সাতপাকে বাঁধা পড়তে দেখে যারপরনাই খুশি এবং গর্বিত নীতা আম্বানি। একটি ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে যে, বাবা মুকেশ আম্বানি এবং কাকা অনিল আম্বানির হাত ধরে বন্ধুদের নিয়ে বিয়ের মণ্ডপে প্রবেশ করছেন অনন্ত আম্বানি। আর তাঁকে সেখানে স্বাগত জানিয়ে বরণ করে নিচ্ছেন তাঁর মা নীতা আম্বানি। মণ্ডপে প্রবেশ করার সময় অনন্তের মুখে ছিল ঝকঝকে হাসি। আর তাঁকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন মা নীতা। সঙ্গে ছিলেন অনন্তের দাদা-বৌদি আকাশ আম্বানি ও শ্লোকা মেহতাও।
advertisement
গত সপ্তাহে মামেরু অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের উদযাপন। মুম্বইয়ে পারিবারিক বাসভবন অ্যান্টিলিয়াতে এই মামেরু অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি।গত শুক্রবারই ধুমধাম করে অনন্ত-রাধিকার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এর জন্য ড্রেস কোড ছিল ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’। এই সমস্ত অনুষ্ঠান হচ্ছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।
advertisement
এই অনুষ্ঠানে হাজির হয়েছেন এক ঝাঁক আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিত্ব। এঁদের মধ্যে অন্যতম হলেন কিম কার্দাশিয়ান, ক্লোয়ি কার্দাশিয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, স্যামসাং ইলেকট্রনিক্সের একজিকিউটিভ চেয়ারম্যান জে ওয়াই লি। এই আনন্দানুষ্ঠানে এক আলাদাই মাত্রা যোগ করেছিলেন কিম কার্দাশিয়ান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি তাজ কোলাবায় তাঁদের উষ্ণ অভ্যর্থনার ঝলক ভাগ করে নিয়েছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Wedding: সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা, আবেগপ্রবণ হয়ে পড়লেন নীতা, বিয়ের সাত জন্মের বন্ধন নিয়ে কী বললেন মুকেশ-পত্নী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement