Nirmala Sitharaman on Mamata Banerjee: 'সত্যিটা বলুন', মমতার অভিযোগের জবাবে মুখ খুললেন নির্মলা! নীতি বৈঠক নিয়ে চাপানউতোর তুঙ্গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ার পর ভারত সরকারে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি৷
নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর তুঙ্গে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগকে খারিজ করে আগেই বিবৃতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে মিথ্যে বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি বলেই দাবি করেছেন মোদি সরকারের অন্যতম সিনিয়র এই মন্ত্রী৷ যিনি নিজে শনিবারের বৈঠকে উপস্থিতও ছিলেন৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বক্তব্য শুরুর পাঁচ মিনিটের মাথায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়৷ অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, গোয়ার প্রমোদ সাওয়ান্ত, অসমের হিমন্ত বিশ্বশর্মার মতো তাঁর পূর্ববর্তী বক্তাদের বলার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট সময় দেওয়া হয় বলেও দাবি করেন মমতা৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁকে অপমান করতেই বক্তব্যর মাঝপথেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ার পর ভারত সরকারে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি৷ শুধু ঘড়িতে দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা সময় শেষ হয়ে গিয়েছে৷
advertisement
#WATCH | On West Bengal CM Mamata Banerjee’s allegations, Union Finance Minister Nirmala Sitharaman says, “CM Mamata Banerjee attended the Niti Aayog meeting. We all heard her. Every CM was given the allotted time and that was displayed on the screen which was present before… pic.twitter.com/IxnO4NXj8l
— ANI (@ANI) July 27, 2024
advertisement
নির্মলা সীতারমণও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে এসেছিলেন৷ আমরা সবাই তাঁর বক্তব্য শুনেছি৷ প্রত্যেক মুখ্যমন্ত্রীকে তাঁদের জন্য বরাদ্দ সময় দেওয়া হয় এবং তাঁদের টেবিলের সঙ্গে থাকা স্ক্রিনে সেই সময় ফুটেও উঠছিল৷ সংবাদমাধ্যমে উনি অভিযোগ করেছেন যে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এটা সম্পূর্ণ মিথ্যে৷ প্রত্যেক মুখ্যমন্ত্রীকেই বক্তব্য রাখার জন্য প্রাপ্য সময় দেওয়া হয়েছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন তা দুর্ভাগ্যজনক এবং অসত্য৷ মিথ্যের উপর ভিত্তি করে কোনও ধারণা তৈরি না করে তাঁর উচিত এই অভিযোগের আড়ালে থাকা সত্যিটা সামনে নিয়ে আসা৷’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অভিযোগ করেছিলেন, ‘দেশের স্বার্থে বাংলার স্বার্থে রাজ্যগুলির স্বার্থে আমি এখানে এসেছিলাম৷ বিরোধী পক্ষের অন্য কেউ আসেনি৷ আমি একা এসেছিলাম৷ আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, বাংলার সমস্ত দলের উন্নয়ন বন্ধ করে দিয়েছেন৷ আপনারা বিরোধীদের কোনও সুযোগ দেন না৷ তিন বছর ধরে সব উন্নয়ন বন্ধ৷ গত বছর পর্যন্ত ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই৷ বাজেটে এ বছরও শূন্য৷ এইটুকু বলার পরই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়৷ আমি তখন বললাম আমার মাইক কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? এটা আমাকে অপমান করা হল৷ সব বিরোধী দলকেই অপমান করা হল৷ এর পরে আর আমার এখানে থাকা সম্ভব নয়, আমি চললাম৷’ এই ঘটনাকে কেন্দ্র করে সংসদেও সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2024 4:18 PM IST