Nirmala Sitharaman on Mamata Banerjee: 'সত্যিটা বলুন', মমতার অভিযোগের জবাবে মুখ খুললেন নির্মলা! নীতি বৈঠক নিয়ে চাপানউতোর তুঙ্গে

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ার পর ভারত সরকারে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি৷

মমতার অভিযোগের জবাব নির্মলার৷
মমতার অভিযোগের জবাব নির্মলার৷
নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর তুঙ্গে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগকে খারিজ করে আগেই বিবৃতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে মিথ্যে বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি বলেই দাবি করেছেন মোদি সরকারের অন্যতম সিনিয়র এই মন্ত্রী৷ যিনি নিজে শনিবারের বৈঠকে উপস্থিতও ছিলেন৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বক্তব্য শুরুর পাঁচ মিনিটের মাথায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়৷ অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, গোয়ার প্রমোদ সাওয়ান্ত, অসমের হিমন্ত বিশ্বশর্মার মতো তাঁর পূর্ববর্তী বক্তাদের বলার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট সময় দেওয়া হয় বলেও দাবি করেন মমতা৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁকে অপমান করতেই বক্তব্যর মাঝপথেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ার পর ভারত সরকারে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি৷ শুধু ঘড়িতে দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা সময় শেষ হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
নির্মলা সীতারমণও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে এসেছিলেন৷ আমরা সবাই তাঁর বক্তব্য শুনেছি৷ প্রত্যেক মুখ্যমন্ত্রীকে তাঁদের জন্য বরাদ্দ সময় দেওয়া হয় এবং তাঁদের টেবিলের সঙ্গে থাকা স্ক্রিনে সেই সময় ফুটেও উঠছিল৷ সংবাদমাধ্যমে উনি অভিযোগ করেছেন যে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এটা সম্পূর্ণ মিথ্যে৷ প্রত্যেক মুখ্যমন্ত্রীকেই বক্তব্য রাখার জন্য প্রাপ্য সময় দেওয়া হয়েছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন তা দুর্ভাগ্যজনক এবং অসত্য৷ মিথ্যের উপর ভিত্তি করে কোনও ধারণা তৈরি না করে তাঁর উচিত এই অভিযোগের আড়ালে থাকা সত্যিটা সামনে নিয়ে আসা৷’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অভিযোগ করেছিলেন, ‘দেশের স্বার্থে বাংলার স্বার্থে রাজ্যগুলির স্বার্থে আমি এখানে এসেছিলাম৷ বিরোধী পক্ষের অন্য কেউ আসেনি৷ আমি একা এসেছিলাম৷ আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, বাংলার সমস্ত দলের উন্নয়ন বন্ধ করে দিয়েছেন৷ আপনারা বিরোধীদের কোনও সুযোগ দেন না৷ তিন বছর ধরে সব উন্নয়ন বন্ধ৷ গত বছর পর্যন্ত ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই৷ বাজেটে এ বছরও শূন্য৷ এইটুকু বলার পরই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়৷ আমি তখন বললাম আমার মাইক কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? এটা আমাকে অপমান করা হল৷ সব বিরোধী দলকেই অপমান করা হল৷ এর পরে আর আমার এখানে থাকা সম্ভব নয়, আমি চললাম৷’ এই ঘটনাকে কেন্দ্র করে সংসদেও সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nirmala Sitharaman on Mamata Banerjee: 'সত্যিটা বলুন', মমতার অভিযোগের জবাবে মুখ খুললেন নির্মলা! নীতি বৈঠক নিয়ে চাপানউতোর তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement