FM Nirmala Sitharaman EXCLUSIVE: কৃষি সেস চাপানোয় এক টাকাও দাম বাড়বে না, দাবি অর্থমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পেট্রোল, ডিজেল, সয়াবিন অয়েলের মতো বেশ কিছু পণ্য়ের উপরে বাজেটে কৃষি সেস চাপিয়েছেন নির্মলা সীতারমণ৷
#দিল্লি: কৃষি সেসের অতিরিক্ত বোঝা ক্রেতাদের উপরে কোনওভাবেই চাপানো হবে না৷ News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
এ দিন পেট্রোল, ডিজেল, মদ সহ বেশ কিছু পণ্যের উপরে কৃষি পরিকাঠামো এবং উন্নয়নের (এগ্রিকালচার ইন্ফ্রাস্ট্রাকটার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস) নামে নতুন সেস বসিয়েছেন অর্থমন্ত্রী৷ যদিও একই সঙ্গে তিনি জানিয়েছেন, শুল্কের হারও পুনর্গঠন করা হচ্ছে৷ কিন্তু আমজনতার আশঙ্কা, নতুন এই সেসের চাপ আসলে তাদের পকেটের উপরেই পড়তে চলেছে৷ সোনা, রুপো বার, অপরিশোধিত পাম তেল, সয়াবিন- সানফ্লাওয়ার অয়েল, আপেল, কড়াইশুঁটির উপরেও বসতে চলেছে এই নতুন সেস৷ মদের উপরে ১০০ শতাংশ সেস চাপানো হয়েছে৷ ডিজেলে লিটার পিছু ৪ শতাংশ, পেট্রোলে প্রতি লিটারে ২.৫০ টাকা সেস বসতে চলেছে৷
advertisement
The items on which Agriculture Infrastructure Development Cess is that the end consumer or the importer will not pay a Rupee more: Finance Minister Nirmala Sitharaman (@nsitharaman) tells @18RahulJoshi#FMtoNetwork18 pic.twitter.com/bQyJC6LsDt
— News18 (@CNNnews18) February 1, 2021
advertisement
নতুন এই কৃষি সেস নিয়ে আমজনতার চিন্তা দূর করে নির্মলা সীতারমণ বলেন, 'কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস কোনওভাবেই আমদানিকারী এবং ক্রেতাদের উপরে অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে না৷ এর জন্য কাউকে এক টাকাও অতিরিক্ত দিতে হবে না৷'
advertisement
উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, সোনার উপরে আমদানি শুল্ক ছিল ১২ শতাংশের কিছু বেশি৷ সেই আমদানি শুল্ক কমিয়ে ৭ শতাংশের কাছাকাছি নিয়ে যাচ্ছে সরকার৷ এ ভাবেই শুল্ক কমিয়ে তার সঙ্গে তিন-চার শতাংশ অতিরিক্ত সেস যুক্ত করা হচ্ছে কৃষি উন্নয়নের জন্য আলাদা তহবিল তৈরি করতে৷ যার ফলে সেস চাপালেও ক্রেতা বা আমদানিকারীদের উপরে অতিরিক্ত বোঝা চাপবে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2021 8:25 PM IST