Union Budget 2021: নতুন দুই মেট্রোর প্রকল্পের কথা ঘোষণা করলেন নির্মলা

Last Updated:

এদিন নির্মলা জানান পরিবহনের মধ্যে সারা দেশে মেট্রো রেলে যাতায়াত ব্যবস্থার উপরে বিশেষ নজর দেওয়া হবে।

#নয়াদিল্লি: করোনাকালের বাজেট নিয়ে প্রথম থেকেই কৌতুহল ছিল তুঙ্গে। সেই বহু প্রতীক্ষীত বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিভিন্ন বিষয়ের মধ্যে এদিন মেট্রো প্রকল্প নিয়েও ঘোষণা করলেন নির্মলা। মেট্রো লাইট ও মেট্রো নিও এই দুই নতুন প্রকল্পের কথা বললেন তিনি।
এদিন নির্মলা জানান পরিবহনের মধ্যে সারা দেশে মেট্রো রেলে যাতায়াত ব্যবস্থার উপরে বিশেষ নজর দেওয়া হবে। সারা দেশে মোট ৭০২ কিলোমিটার রাস্তা মেট্রো রেলের যাতায়াতের মধ্যে সক্রিয় ভাবে অন্তর্ভূক্ত রয়েছে। আরও ১৬০০ কিলোমিটার রাস্চা এখন ২৭টি শহরে তৈরি হচ্ছে। এছাড়াও মেট্রো যাতায়াতে দুটি নতুন প্রযুক্তি যুক্ত করা হবে। বেঙ্গালুরুতে মেট্রো যাতায়াত ৫৮য়১৯ কিমি বাড়ানোর জন্য ১৪,৭৮৮ কোটি টাকা ঘোষণা করেছেন তিনি। চেন্নাই মেট্রো ফেজ ২-এর জন্য ৬২,০০০কোটি টাকা ঘোষণা করেছেন।
advertisement
এছাড়াও নাসিক, নাগপুরের মেট্রো প্রকল্পেও জোর দেওয়া হবে বলে জানান তিনি। মেট্রো লাইট, মেট্রো নিও এবং জলের নীচের মেট্রো প্রকল্পের কথা এদিন বলেন অর্থমন্ত্রী। তিন কোচের লাইট মেট্রো দিল্লির রাস্তাতেই চলবে বলে জানা যাচ্ছে। এছাড়া নিও মেট্রো চলবে সেই সব শহরে যেখানে জনসংখ্যা ২০ লক্ষের বেশি। প্রসঙ্গত, এদিন সড়ক পরিবহন ও রেল পরিবহনে বিশেষ জোর দিয়েছেন।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2021: নতুন দুই মেট্রোর প্রকল্পের কথা ঘোষণা করলেন নির্মলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement