#NirbhayaRapeCase: ‘ক্ষমা করে দিন ধর্ষকদের, যেমন সনিয়া ক্ষমা করেছিলেন নিজের স্বামীর হত্যাকারীকে’- প্রস্তাবে গর্জে উঠলেন আশাদেবী

Last Updated:

আগুন উগড়ে দিলেন নির্ভয়ার মা

#নয়াদিল্লি : আশাদেবী - ২৩ বছরের গ্যাংরেপের শিকার হওয়া ফিজিওথেরাপিস্ট নির্ভয়ার মা ৷ ২০১২ থেকে প্রতিটা দিন গুনেছেন কবে শাস্তি পাবেন তাঁর মেয়ের গণধর্ষকরা ৷ নির্ভয়া গ্যাংরেপের ঘটনায় যাঁরা দোষীদের তাঁদেরকে ক্ষমা করে দেওয়া হক -এমনটাই মত দিয়েছিলেন ইন্দিরা জয়সিং৷ আর এর সপাট উত্তর দিলেন নির্ভয়ার মা  আশাদেবী ৷
ইন্দিরা জয়সিং এক সিনয়র অ্যাডভোকেট ৷ তিনি ট্যুইট করে প্রস্তাব দিয়েছিলেন নির্ভয়া কাণ্ডের দোষীদের মাফ করে দিন আশাদেবী ৷ এর উদাহরণ স্বরূপ তিনি বলেন ঠিক যেমনভাবে সনিয়া গান্ধী মাফ করেদিয়েছিলেন নলিনীকে ৷
এর উত্তরে নির্ভয়ার মা বলেছেন, ‘ ইন্দিরা জয়সিং কে যিনি আমাকে প্রস্তাব দেবেন ? সারা দেশ চায় ধর্ষকদের মৃত্যুদণ্ড ৷ আমি বিশ্বাস করতে পারছি না কোন সাহসে ইন্দিরা আমাকে এই প্রস্তাব দিলেন ৷ আমি সুপ্রিম কোর্টে একাধিকবার ওঁর সঙ্গে দেখা করেছি ৷ উনি কখনও আমাকে কেমন আছি জিজ্ঞাসা করেননি ৷ আজ উনি দোষীদের হয়ে কথা বলতে এসেছেন ৷ এঁরা ধর্ষকদের প্রতিপালন করেই নিজেদের পেট চালান ৷ আর এঁদের জন্যেই ধর্ষণের মতো ঘটনা বন্ধ হয় না ৷ ’
advertisement
advertisement
এদিকে জয় সিং নিজের ট্যুইটে লিখেছিলেন , ‘আমি আশাদেবীর ব্যাথাটা পুরো বুঝি ৷ আমি ওঁকে আবেদন করি যেমন সনিয়া গান্ধী নলিনীকে ক্ষমা করে দিয়েছেন, তিনি যেমন চাননি ওঁর মৃত্যদণ্ড হক সেই উদাহরণ উনি মানুন ৷ নলিনী সেই যে সনিয়ার স্বামী রাজীব গান্ধিকে হত্যা করেছিল ৷ ’
advertisement
এদিকে শুক্রবারই নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে চার ধর্ষকের ৷ তাঁদের ফাঁসি হওয়ার কথা ১ ফেব্রুয়ারি ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
#NirbhayaRapeCase: ‘ক্ষমা করে দিন ধর্ষকদের, যেমন সনিয়া ক্ষমা করেছিলেন নিজের স্বামীর হত্যাকারীকে’- প্রস্তাবে গর্জে উঠলেন আশাদেবী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement