#NirbhayaRapeCase: ‘ক্ষমা করে দিন ধর্ষকদের, যেমন সনিয়া ক্ষমা করেছিলেন নিজের স্বামীর হত্যাকারীকে’- প্রস্তাবে গর্জে উঠলেন আশাদেবী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আগুন উগড়ে দিলেন নির্ভয়ার মা
#নয়াদিল্লি : আশাদেবী - ২৩ বছরের গ্যাংরেপের শিকার হওয়া ফিজিওথেরাপিস্ট নির্ভয়ার মা ৷ ২০১২ থেকে প্রতিটা দিন গুনেছেন কবে শাস্তি পাবেন তাঁর মেয়ের গণধর্ষকরা ৷ নির্ভয়া গ্যাংরেপের ঘটনায় যাঁরা দোষীদের তাঁদেরকে ক্ষমা করে দেওয়া হক -এমনটাই মত দিয়েছিলেন ইন্দিরা জয়সিং৷ আর এর সপাট উত্তর দিলেন নির্ভয়ার মা আশাদেবী ৷
ইন্দিরা জয়সিং এক সিনয়র অ্যাডভোকেট ৷ তিনি ট্যুইট করে প্রস্তাব দিয়েছিলেন নির্ভয়া কাণ্ডের দোষীদের মাফ করে দিন আশাদেবী ৷ এর উদাহরণ স্বরূপ তিনি বলেন ঠিক যেমনভাবে সনিয়া গান্ধী মাফ করেদিয়েছিলেন নলিনীকে ৷
এর উত্তরে নির্ভয়ার মা বলেছেন, ‘ ইন্দিরা জয়সিং কে যিনি আমাকে প্রস্তাব দেবেন ? সারা দেশ চায় ধর্ষকদের মৃত্যুদণ্ড ৷ আমি বিশ্বাস করতে পারছি না কোন সাহসে ইন্দিরা আমাকে এই প্রস্তাব দিলেন ৷ আমি সুপ্রিম কোর্টে একাধিকবার ওঁর সঙ্গে দেখা করেছি ৷ উনি কখনও আমাকে কেমন আছি জিজ্ঞাসা করেননি ৷ আজ উনি দোষীদের হয়ে কথা বলতে এসেছেন ৷ এঁরা ধর্ষকদের প্রতিপালন করেই নিজেদের পেট চালান ৷ আর এঁদের জন্যেই ধর্ষণের মতো ঘটনা বন্ধ হয় না ৷ ’
advertisement
advertisement
এদিকে জয় সিং নিজের ট্যুইটে লিখেছিলেন , ‘আমি আশাদেবীর ব্যাথাটা পুরো বুঝি ৷ আমি ওঁকে আবেদন করি যেমন সনিয়া গান্ধী নলিনীকে ক্ষমা করে দিয়েছেন, তিনি যেমন চাননি ওঁর মৃত্যদণ্ড হক সেই উদাহরণ উনি মানুন ৷ নলিনী সেই যে সনিয়ার স্বামী রাজীব গান্ধিকে হত্যা করেছিল ৷ ’
While I fully identify with the pain of Asha Devi I urge her to follow the example of Sonia Gandhi who forgave Nalini and said she didn’t not want the death penalty for her . We are with you but against death penalty. https://t.co/VkWNIbiaJp
— Indira Jaising (@IJaising) January 17, 2020
advertisement
এদিকে শুক্রবারই নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে চার ধর্ষকের ৷ তাঁদের ফাঁসি হওয়ার কথা ১ ফেব্রুয়ারি ৷
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2020 1:55 PM IST