হোম /খবর /দেশ /
৭ বছর পর জয় পেলাম, ২২ জানুয়ারি আমার বড়দিন: নির্ভয়ার মা

৭ বছর পর জয় পেলাম, ২২ জানুয়ারি আমার বড়দিন: নির্ভয়ার মা

৪ দোষীর মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে ৷ ২২ জানুয়ারি ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে ৷ সকাল ৭টায় ফাঁসির নির্দেশ ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে ফাঁসির নির্দেশ পাতিয়ালা হাউস কোর্টের ৷ ৪ দোষীর মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে ৷ ২২ জানুয়ারি ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে ৷ সকাল ৭টায় ফাঁসির নির্দেশ ৷

রায় ঘোষণার পর নির্ভয়ার মা জানান, ‘অবশেষে আমার মেয়ে ন্যায় পেল ৷ ৪ দোষীর ফাঁসি হল এদেশের মহিলাদের আস্থা বাড়াবে ৷ এই সিদ্ধান্তে জেরে দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা বাড়বে ৷’ এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘এটা ভারতের জয়, ৭ বছর পর জয় পেলাম ৷ কোর্টের উপর আস্থা বাড়বে মহিলাদের ৷ ২২ জানুয়ারি আমার বড়দিন ৷’

আগামী ২২জানুয়ারী সকাল ৭টায় ফাঁসি দেওয়া হবে ৪দোষী পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মাকে। সম্প্রতি অতীতে এই প্রথমবার ৪দোষীকে একই সঙ্গে ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যে তিহার জেলে ফাঁসীর দড়ি আনা হয়েছে। নির্ভয়াকান্ডে ৬জন দোষীর মধ্যে একজন আত্মহত্যা করে জেলে, নাবালক দোষীর আইন অনুযায়ী শাস্তি হয় , বাকী ৪জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি আদালতের। ২০১২ সালে ১৬ই জিসেম্বর রাতে দিল্লির চলন্ত বাসে ২৩ বছরের তরুনীকে গনধর্ষন করে ৬ জন।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: December 16 gangrape case, Nirbhaya Mother, Nirbhaya rape case