দোষীরা যা চাইছে,তাই হচ্ছে, এ কেমন বিচার! আদালতের রায়ে হতাশ নির্ভয়ার মা

Last Updated:

শুক্রবার পাতিয়ালা হাউস কোর্ট ফাঁসি পিছনোর নির্দেশ দেয় ৷ পরবর্তী নির্দেশ পর্যন্ত ফাঁসি নয় ৷

#নয়াদিল্লি: পয়লা ফেব্রুয়ারি অথার্ৎ শনিবার হচ্ছে না নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি ৷ আপাতত পিছিয়ে গেল ফাঁসি ৷ শুক্রবার পাতিয়ালা হাউস কোর্ট ফাঁসি পিছনোর নির্দেশ দেয় ৷ পরবর্তী নির্দেশ পর্যন্ত ফাঁসি নয় ৷ এই নিয়ে দ্বিতীয়বার ফাঁসি পিছোল দেষীদের ৷ শনিবার সকাল ৬টায় ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়াকাণ্ডে দোষীদের ৷ তবে আপাতত তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে ৷ আসামীদের কাছে আইনি পথ খোলা থাকায় ফের স্থগিত ফাঁসি ৷
আদালতের রায়ে হতাশ নির্ভয়ার মা আশাদেবী ৷ এদিন ফাঁসি স্থাগিত হওয়ার পর তিনি জানান,‘বিচারের জন্য লড়াই চালিয়ে যাব ৷ ’ তিনি এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে জানান, ফাঁসি হবে কিনা বলুক সরকার ৷ পাশাপাশি দোষীদের পক্ষে সরকার-আদালত বলে অভিযোগ তোলেন তিনি ৷ দোষীরা যা চাইছে,তাই হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন আশাদেবী ৷
advertisement
নির্ভয়াকাণ্ডের সময় সে নাবালক ছিল বলে দাবি করেছে পবন। একাধিকবার সেটা আদালতে প্রমাণ করারও চেষ্টা করেছেন পবন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দোষীরা যা চাইছে,তাই হচ্ছে, এ কেমন বিচার! আদালতের রায়ে হতাশ নির্ভয়ার মা
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement