দোষীরা যা চাইছে,তাই হচ্ছে, এ কেমন বিচার! আদালতের রায়ে হতাশ নির্ভয়ার মা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শুক্রবার পাতিয়ালা হাউস কোর্ট ফাঁসি পিছনোর নির্দেশ দেয় ৷ পরবর্তী নির্দেশ পর্যন্ত ফাঁসি নয় ৷
#নয়াদিল্লি: পয়লা ফেব্রুয়ারি অথার্ৎ শনিবার হচ্ছে না নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি ৷ আপাতত পিছিয়ে গেল ফাঁসি ৷ শুক্রবার পাতিয়ালা হাউস কোর্ট ফাঁসি পিছনোর নির্দেশ দেয় ৷ পরবর্তী নির্দেশ পর্যন্ত ফাঁসি নয় ৷ এই নিয়ে দ্বিতীয়বার ফাঁসি পিছোল দেষীদের ৷ শনিবার সকাল ৬টায় ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়াকাণ্ডে দোষীদের ৷ তবে আপাতত তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে ৷ আসামীদের কাছে আইনি পথ খোলা থাকায় ফের স্থগিত ফাঁসি ৷
আদালতের রায়ে হতাশ নির্ভয়ার মা আশাদেবী ৷ এদিন ফাঁসি স্থাগিত হওয়ার পর তিনি জানান,‘বিচারের জন্য লড়াই চালিয়ে যাব ৷ ’ তিনি এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে জানান, ফাঁসি হবে কিনা বলুক সরকার ৷ পাশাপাশি দোষীদের পক্ষে সরকার-আদালত বলে অভিযোগ তোলেন তিনি ৷ দোষীরা যা চাইছে,তাই হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন আশাদেবী ৷
advertisement
নির্ভয়াকাণ্ডের সময় সে নাবালক ছিল বলে দাবি করেছে পবন। একাধিকবার সেটা আদালতে প্রমাণ করারও চেষ্টা করেছেন পবন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2020 6:49 PM IST