হাতে তিন দিন, ধর্ষণের দিন দিল্লিতেই ছিলাম না, বলছে নির্ভয়া ধর্ষক মুকেশ

Last Updated:

প্রসঙ্গত গত ৫ মার্চ দিল্লির তিসহাজারি আদালত মুকেশ এবং তাঁর তিন সঙ্গীর নামে চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি করেছে। সমস্ত আইনি রক্ষাকবচগুলিও ব্যবহার করে ফেলেছে এই চার আসামী।

#নয়াদিল্লিঃ নির্ভয়া কাণ্ডের দিন দিল্লিতেই ছিল না সে। ফাঁসির তিন দিন আগে নতুন করে এমনটাই দাবি করছে নির্ভয়া ধর্ষণকাণ্ডের অন্যতম দোষী মুকেশ সিং। এ দিন দিল্লির একটি আদালতে এই অজুহাত দেখিয়েই ফাঁসির স্থগিত করার আর্জি জানিয়েছে মুকেশ।
মুকেশের যুক্তি, তাকে ধরা হয়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর। সেই সময়ে রাজস্থানে ছিল সে। কাজেই ১৬ ডিসেম্বর রাতের ঘটনার সঙ্গে কোনও সম্পর্কই ছিল না তাঁর। পাশাপাশি তিহাড় জেলে অত্যাচারের অভিযোগও এদিন তুলেছে সে।
অতিরিক্ত দায়ার বিচারপতি ধর্মেন্দ্র রানা মঙ্গলবারই এই বিষয়ে রায় দেবেন মঙ্গলবারই।
advertisement
প্রসঙ্গত গত ৫ মার্চ দিল্লির তিসহাজারি আদালত মুকেশ এবং তাঁর তিন সঙ্গীর নামে চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি করেছে। সমস্ত আইনি রক্ষাকবচগুলিও ব্যবহার করে ফেলেছে এই চার আসামী। এখন ফাঁসির দিন পিঁছোতেই আন্তর্জাতিক আদালতে যাওয়া বা এই এই নতুন দাবি, মনে করছে আইনজীবী মহল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাতে তিন দিন, ধর্ষণের দিন দিল্লিতেই ছিলাম না, বলছে নির্ভয়া ধর্ষক মুকেশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement