আবার আদালতে আবেদন নির্ভয়া ধর্ষকদের একজনের, নতুন করে আইনি সাহায্য চাইল মুকেশ সিং

Last Updated:

আইনজীবী এমএল শর্মার এই আবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার ও আইনজীবী বৃন্দা গ্রোভার মিলিত ভাবে ‘অপরাধমূলক ষড়য়ন্ত্র’ ও ‘জালিয়াতি’ করেছে মুকেশের সঙ্গে৷

#নয়া দিল্লি: ফের আদালতে আবেদন করল নির্ভয়া কাণ্ডের দোষী মুকেশ সিং৷ শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করে সে অভিযোগ করেছে, তার আইনজীবী তাকে ভুল পথে চালিত করেছে৷ তাই তাকে নতুন করে আইনি সাহায্য দেওয়া হোক৷
আইনজীবী এমএল শর্মার এই আবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার ও আইনজীবী বৃন্দা গ্রোভার মিলিত ভাবে ‘অপরাধমূলক ষড়য়ন্ত্র’ ও ‘জালিয়াতি’ করেছে মুকেশের সঙ্গে৷ তাই নতুন করে তাকে আইনি সাহায্য দিতে হবে৷
বৃহস্পতিবার আদালত আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটার সময় চার দোষীর ফাঁসির দেওয়ার কথা ঘোষণা করে৷ জারি করা হয় পরোয়ানা৷ আর তারপরেই নতুন করে এই আবেদন করা হল৷ সেখানে স্পষ্টতই লেখা হয়েছে, আবেদনকারী (মুকেশ সিং) ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ ও ‘জালিয়াতি’-র শিকার৷ এই কাজে জড়িত রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি সরকার ও বৃন্দা গ্রোভার ও অন্য সমস্ত আইনজীবীরা৷
advertisement
advertisement
তাঁদের কথা ছিল, আদালতের নির্দেশে প্রেক্ষিত বেশ কিছু নথি তাঁদের জমা দেওয়ার কথা ছিল৷ সেগুলি তাঁরা জমা করেননি৷ আদালত নির্দেশ দিয়েছিল পিটিশন জমা দেওয়ার জন্য মুকেশের থেকে কয়েকটি নথি নিয়ে বৃন্দার জমা করার কথা ছিল৷ সেগুলি তিনি করেননি৷ আবেদনে আরও বলা হয়েছে, রাজনৈতিক কারণে ও ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছেন আইনজীবী৷ আদালতে গিয়ে মুকেশের আইনজীবী নাকি একাধিক নথিতে তাকে সই করিয়েছেন এই বলে যে আদালত কিউরেটভ পিটিশন দাখিল করার জন্য এই নথিগুলিতে সই করতে বলেছে৷ কিন্তু পরে দেখা গিয়েছে, আদালত সই করার এমন কোনও নির্দেশই দেননি৷
বাংলা খবর/ খবর/দেশ/
আবার আদালতে আবেদন নির্ভয়া ধর্ষকদের একজনের, নতুন করে আইনি সাহায্য চাইল মুকেশ সিং
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement