#নয়াদিল্লি: রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার নতুন করে পঙ্গপাল আতঙ্কে ভুগছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও পঞ্জাব। তিন দশকের সবচেয়ে বড় পঙ্গপালের ঝাঁক এসে পড়েছে এই দেশে। আর তাতেই প্রমাদ গুনছেন কৃষকরা। বাধ্য হয়ে উচ্চসতর্কতা জারি করা হয়েছে পঞ্জাবে। কাজ করতে শুরু করেছে কন্ট্রোল রুম।
প্রশাসন এখন থেকেই পঙ্গপাল রুখতে ব্যবস্থা নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মোট ৪৭ হাজার একর জমিতে কীটনাশক ছড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের ২০টি জেলাকে আলাদা করে সতর্ক করা হয়েছে। মোট ৩০৩টি আলাদা অংশে সতর্কতা জারি করেছে প্রশাসন। মোট ১১টি আলাদা আলাদা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে পঙ্গপালের গতিবিধির দিকে নজর রাখার জন্য। এখনও পর্যন্ত রাজ্যস্তরে আলাদা আলাদা তিনটি বৈঠক করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত রবি শষ্যের ক্ষতি করার খবর আসেনি। তবে সবজি ও ডালের ক্ষতি এরা করতে পারে বলে মনে করা হচ্ছে। যেভাবে হোক বর্ষার আগে এই পোকার ঝাঁক দূর করতে হবে। কারণ খারিফ শষ্যের ফসল সেই সময়টা।
প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই পঙ্গপালের ঝাঁকের হাত থেকে বাঁচতে তৈরি হচ্ছে পঞ্জাব সরকারও। এদিন পঞ্জাবেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম। কৃষিমন্ত্রী কৃষকদের বলেছেন, পঙ্গপালের গতিবিধির কোনও খবর পেলে তা জানাতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Locust, Locustgang, Swarmoflocust