ষড়যন্ত্র ফাঁস!ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত দুই যুবককে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী দল
Last Updated:
জেরার মুখে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের কথাও স্বীকার করেছে ওই দুই যুবক
#তেলেঙ্গানা: সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট তথা আইসিস-এর সঙ্গে যোগসাজশ রাখার অভিযোগে হায়দ্রাবাদে দুই যুবককে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ । জেরার মুখে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের কথাও স্বীকার করেছে ওই দুই যুবক । দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ষড়যন্ত্রও করেছিল তাঁরা ।
Hyderabad: National Investigation Agency (NIA) arrested two people earlier today - Mohd Abdullah Basith & Mohd Abdul Qhadeer for having links with ISIS (Islamic State in Iraq and Syria).
— ANI (@ANI) August 12, 2018
advertisement
২০১৬ সাল থেকে এনআইএ একটি মামলার তদন্ত করছে যেখানে অভিযোগ করা হয় ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বহন করার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে ভারতীয় মুসলমান সম্প্রদায়ের যুবকদের সনাক্ত, জেহাদমূলক ভাবধারায় প্রভাবিত করে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছে এই সংগঠন । এর আগেও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত দুই যুবককে গ্রেফতার করেছিল এনআইএ । তাঁদের জেরা করে এই দুই অভিযুক্তের কথা জানতে পারে গোয়েন্দা দল ।
advertisement
এবছর ৬ অগস্ট হায়দ্রাবাদের ৭টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর সন্দেহজনক নথিপত্র আটক করেছিল এনআইএ ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2018 6:42 PM IST