#News18IPSOS Exit Poll: এককভাবে সংখ্যাগরিষ্ঠ বিজেপি, আসন দ্বিগুণ হতে চলেছে শিবসেনার

Last Updated:

বিজেপি-শিবসেনা জুটির ম্যাজিক

#মুম্বই: মোদি সরকারের দ্বিতীয় ইনিংসে প্রথম নির্বাচন। সীমান্তে উত্তেজনার আবহেই ভোটগ্রহণ মহারাষ্ট্র ও হরিয়ানায়। দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখার লড়ায়েই গেরুয়া শিবির।
সমস্ত বুথ ফেরত সমীক্ষায় মহারাষ্ট্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপি ৷ মহারাষ্ট্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ শতাংশ। ২৮৮ আসনের বিধানসভায় ২৪৩ আসনে জিততে চলেছে বিজেপি জোট। কংগ্রেস জোট পেতে পারে ৪১ টি আসন। অন্যান্যদের দখলে জেতে পারে চারটি আসন। ইঙ্গিত News18IPSOS সমীক্ষায়।
লোকসভার ব্যর্থতার পর রাজ্যে রাজ্যে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল কংগ্রেস ৷ আর্টিক্যাল ৩৭০ থেকে নোটবাতিল, অর্থনীতির মন্দা, দুর্নীতি সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সরব হলেও ভোটবাক্সে তাঁর প্রতিফলন হল না ৷ এমনকি ভোটের ঠিক আগেরদিন, রবিবার পাক অধিকৃত কাশ্মীরি আর্টিলারি হামলা চলে। জাতীয়তাবাদী হাওয়া তুলতেই এই কৌশল বলে অভিযোগ করেন কংগ্রেস সহ সব বিরোধী দলের। তাতেও গেরুয়া হাওয়া পাল্টায়নি ৷
advertisement
advertisement
অন্যদিকে, বিজেপি-শিবসেনা জুটি ম্যাজিকের প্রভাব পোলিংয়ে ৷ News18IPSOS সমীক্ষা অনুযায়ী, বিজেপি জয় পেয়েছে ১৪১টি আসনে ৷ শিবসেনার ঝুলিতে ১০২টি আসন ৷ মহারাষ্ট্র নির্বাচন ছিল দ্বিপাক্ষিক এবং দুই জোটের লড়াই ৷ একদিকে বিজেপি-শিবসেনা জুটি অপরদিকে এনসিপি এবং কংগ্রেস ৷
উল্লেখ্য, ২০১৪ সালে বিধানসভা দখলের লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিলেন শিবসেনা  ও বিজেপি ৷ জোট বেঁধে লড়ার পরে ভোট বেড়েছে দুপক্ষেরই ৷ ২০১৪ সালে ১২২টি জয়ী একক সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া বিজেপির আসন এবারে আরও বাড়বে বলে ইঙ্গিত সমস্ত বুথ ফেরত সমীক্ষায় ৷ আসন জয়ের সংখ্যায় সেবার এককভাবে লড়ে দ্বিতীয় হওয়া শিবসেনা এবার জোটে লড়লেও বাড়বে তাদেরও আসন সংখ্যা ৷ ২০১৪ বিধানসভা নির্বাচনে ৬৩টি আসন পাওয়া শিবসেনা এবারে শতাধিক আসনে জয়ী হবে বলে সমস্ত বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ৷ ২০১৪ সালে সর্বোচ্চ ভোট পাওয়া বিজেপির ভোট শেয়ার ছিল ২৭.৮ শতাংশ এবং ভোটপ্রাপ্তির সংখ্যায় দ্বিতীয় শিবসেনার ভোট শেয়ার ছিল ১৯.৩ শতাংশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#News18IPSOS Exit Poll: এককভাবে সংখ্যাগরিষ্ঠ বিজেপি, আসন দ্বিগুণ হতে চলেছে শিবসেনার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement