#News18ChinaSentimeter |`বয়কট চিন' যেকোনও ধরনের চিনা সামগ্রী বর্জনের পক্ষে ৯০ শতাংশেরও বেশি ভারতীয়
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এরমধ্যে ৮৮ শতাংশ বাঙালি সম্পূর্ণভাবে বয়কট চায়না প্রোডাক্ট-এর সঙ্গে রয়েছেন
#নয়াদিল্লি: সীমান্তে চিনা আগ্রাসন বাড়তেই গোটা ভারত থেকেই উঠেছে চিনা সামগ্রী বর্জনের ডাক ৷ লাদাখ ও সিকিম সীমান্তে চিনা তৎপরতা যত বাড়ছে ততই ‘বয়কট চিন’ স্লোগান আরও জোরালো হচ্ছে ৷ চিনকে বার্তা দিতে অর্থনৈতিকভাবে আঘাত হানার পক্ষে দেশের বেশিরভাগ মানুষ ৷
চিনের কাছে ভারতের মার্কেট অত্যন্ত লোভনীয় ৷ কোয়ালিটি উচ্চমানের নয়, কিন্তু দাম অত্যন্ত কম হওয়ার কারণে দেশের অভ্যন্তরে চিনা সামগ্রীর চাহিদা প্রচুর ৷ ভারতীয় বাজার থেকে চিনের আয় শুনলে চোখ ছানাবড়া হতে বাধ্য ৷ এবার সেই রাস্তাই বন্ধ করে চিনকে জবাব দিতে চায় ভারত ৷

advertisement
advertisement
চিন ভারত স্ট্যান্ড অফের পরেই NEWS18 ভারত চিনের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন তৈরি করে দেশবাসীর কাছে ও বিভিন্ন ভাষাভাষী মানুষের সামনে রেখেছিল। সেই প্রশ্নগুলির মধ্যে একটি ছিল, বর্তমান পরিস্থিতিতে চিনের তৈরি সামগ্রী ব্যবহার নিয়ে পুনরায় ভাববেন? সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে ৭২.১ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা চিনের তৈরি কোনও সামগ্রীই কিনবেন না। আর ২৩.৫ শতাংশ মানুষ বলেছেন, চিনের তৈরি জিনিস বিক্রি তারা কমিয়ে দেবেন ৷ তবে দেশের ৪.৪ শতাংশ মানুষ বলেছেন, যাই হোক যাক, চিনা জিনিসের দাম অনেক কম, তাই তারা সেটাই কিনবেন ৷
advertisement

বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ৮১ শতাংশ বাঙালি বলেছেন, তারা চিনের তৈরি সামগ্রী ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেবেন ৷ ১৪ শতাংশ বাঙালি চিনের জিনিস ব্যবহার করলেও আগের থেকে তা অনেক কমিয়ে দেবেন বলেছেন ৷ অন্যদিকে ৫ শতাংশ বাঙালির মত, যাইহোক চিনা জিনিস অনেক কম দামে মেলে তাই তা ব্যবহার পকেটসই ৷
advertisement

শুধু এই নয়, NEWS18 চিনা জিনিস বয়কট করা নিয়ে দেশের মানুষের মন বুঝতে সরাসরি প্রশ্ন রেখেছিল, বর্তমান পরিস্থিতিতে চিনা জিনিস ও পরিষেবা বয়কটের যে ডাক উঠেছে তা কতজন ভারতীয় সমর্থন করেন? ৯০.৬ শতাংশ ভারতীয়রা বলেছেন, তারা চিনের তৈরি সামগ্রী বর্জনের কর্মসূচিকে পুরোপুরি সমর্থন করেন ৷ অন্যদিকে, ৯.৪ শতাংশ এমন ভাবেন না ৷ এরমধ্যে ৮৮ শতাংশ বাঙালি সম্পূর্ণভাবে বয়কট চায়না প্রোডাক্ট-এর সঙ্গে রয়েছেন তো ১২ শতাংশ বাঙালি এই এ্যাজেন্ডাকে সমর্থন করে না ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2020 9:43 PM IST