#News18ChinaSentimeter | করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গোটা বিশ্বের কাছে তথ্য গোপন করেছে চিন, অভিযোগ প্রায় ৯৪ শতাংশ ভারতীয়ের

Last Updated:
#‌নয়াদিল্লি: করোনা ভাইরাসের দাপটে বিধ্বস্ত গোটা বিশ্ব ৷ চিন থেকেই এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়েছে বলে অভিযোগ আমেরিকা থেকে অধিকাংশ দেশের ৷ অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বিশ্ব ৷ করোনা ভাইরাস ইস্যুতে চিনকে আড়াল করার অভিযোগে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফান্ড বন্ধ করে দিয়েছে আমেরিকা ৷
করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হিমসিম খাচ্ছে বিশ্বের প্রায় সবদেশ ৷ ভারতেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ ইতিমধ্যেই সংক্রমণে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯,৮৫১ জন। এক সপ্তাহ আগেই গোটা বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে নবম থেকে এক লাফে সপ্তম স্থানে উঠে এসেছিল ভারত। এই ভাবে যদি চলে তাহলে আর এক দিনের মধ্যেই ইতালিকে ছাপিয়ে যাবে ভারত।
advertisement
advertisement
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৭৭০। আর এই পুরো অবস্থার জন্য অধিকাংশ ভারতীয়রাই চিনকেই দায়ী করেছে ৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৯ সালের নভেম্বরের মধ্যে এই ভাইরাসে সংক্রমিত হন প্রায় লক্ষাধিক চিনের নাগরিক ৷ অভিযোগ, চিন সঠিক সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে না জানানোয় তারা বাকি বিশ্বের রাষ্ট্রগুলিকে সতর্ক করতে পারেনি ৷ ঠিক মতো বোঝার আগেই অর্ধেক বিশ্বের এই অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হন ৷
advertisement
লাদাখ ও সিকিম সীমান্তে চিন ভারত স্ট্যান্ড অফের পরেই NEWS18 ভারত চিনের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন তৈরি করে দেশবাসীর কাছে ও বিভিন্ন ভাষাভাষী মানুষের সামনে রেখেছিল। সেই প্রশ্নগুলির মধ্যে একটি ইস্যু করোনাভাইরাসও ছিল ৷ প্রশ্ন করা হয় কোভিড ১৯ বা করোনাভাইরাস চিন থেকেই ছড়িয়েছে তা জানেন?‌ সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে ৯৬.৬ শতাংশ মানুষই জানান, চিন থেকেই ছড়িয়েছে এই ভাইরাস ৷ বাকি ৩.৪ শতাংশ মানুষ বলেন, তারা জানেন না এই ভাইরাস চিন থেকেই ছড়িয়েছে কিনা ৷ ৯৪ শতাংশ বাঙালিও জানিয়েছেন করোনা চিন থেকেই এসেছে ৷ বাকি ৬ শতাংশ বাঙালি আবার এতে সহমত নন ৷
advertisement
পরবর্তী প্রশ্ন ছিল, চিনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কি সত্যি যে তারা করোনাভাইরাস নিয়ে অবহেলা করেছে এবং গোটা বিশ্বের কাছে সত্যিটা গোপন করেছে? ৯৩.৯ শতাংশ ভারতীয় মনে করেন অবশ্যই চিন করোনাভাইরাস নিয়ে অবহেলা করেছে ৷ তাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই মারণ ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ৷ বাকি ৬.১ শতাংশ ভারতীয়রা এই অভিযোগকে সত্যি বলে মনে করে না ৷
advertisement
বিভিন্ন ভাষাভাষী মানুষের মতামতের মধ্যে দেখা গিয়েছে ৯৫ শতাংশ মানুষ মনে করেন চিনই মারণ ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারেনি ৷ বাকি ৫ শতাংশ ভারতীয়রা চিনকে দায়ী বলে মনে করেন না ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#News18ChinaSentimeter | করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গোটা বিশ্বের কাছে তথ্য গোপন করেছে চিন, অভিযোগ প্রায় ৯৪ শতাংশ ভারতীয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement