News18 Survey: লকডাউন উঠলে পাবলিক ট্রান্সপোর্টেই ভরসা বাঙালির !

Last Updated:

দেশের বেশিরভাগ মানুষ বলেছেন লকডাউন উঠলে তাঁরা পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে নিজেদের গাড়িতেই যাতায়াত করতে চান ৷

#নয়াদিল্লি: করোনা নিয়ে নাজেহাল গোটা বিশ্ব ৷ করোনা মোকাবিলায় দেশ জুড়ে এখনও লকডাউন ৷ ঘরবন্দি দেশের বেশিরভাগ মানুষ ৷ করোনার কী বিদায় হবে না? নাকি করোনাকে সঙ্গী করেই ভবিষ্যতে এগিয়ে চলতে হবে? করোনা পরবর্তী জীবন কতটা পাল্টাবে? এসব প্রশ্নে এখন জর্জড়িত গোটা দেশের মানুষ ৷ দেশের মানুষের এই মনের উৎকণ্ঠার কথা জানতেই সম্প্রতি হয়ে গেল News18 Survey ৷ এই সমীক্ষায় প্রশ্ন রাখা হল, লকডাউন উঠলে কী ভাবে যাতায়াত ব্যবস্থাকে বজায় রাখবেন দেশের মানুষ ? গোটা দেশের সব প্রান্তের মানুষেরাই অংশ নিয়েছিলেন এই সমীক্ষাতে ৷
সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের বেশিরভাগ মানুষ বলেছেন লকডাউন উঠলে তাঁরা পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে নিজেদের গাড়িতেই যাতায়াত করতে চান ৷ তবে বেশিরভাগ বাঙালি ও তামিল মানুষেরা নিজেদের গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্টকে সবুজ সংকেত দিয়েছেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Survey: লকডাউন উঠলে পাবলিক ট্রান্সপোর্টেই ভরসা বাঙালির !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement