News18 Survey: লকডাউন উঠলে পাবলিক ট্রান্সপোর্টেই ভরসা বাঙালির !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
দেশের বেশিরভাগ মানুষ বলেছেন লকডাউন উঠলে তাঁরা পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে নিজেদের গাড়িতেই যাতায়াত করতে চান ৷
#নয়াদিল্লি: করোনা নিয়ে নাজেহাল গোটা বিশ্ব ৷ করোনা মোকাবিলায় দেশ জুড়ে এখনও লকডাউন ৷ ঘরবন্দি দেশের বেশিরভাগ মানুষ ৷ করোনার কী বিদায় হবে না? নাকি করোনাকে সঙ্গী করেই ভবিষ্যতে এগিয়ে চলতে হবে? করোনা পরবর্তী জীবন কতটা পাল্টাবে? এসব প্রশ্নে এখন জর্জড়িত গোটা দেশের মানুষ ৷ দেশের মানুষের এই মনের উৎকণ্ঠার কথা জানতেই সম্প্রতি হয়ে গেল News18 Survey ৷ এই সমীক্ষায় প্রশ্ন রাখা হল, লকডাউন উঠলে কী ভাবে যাতায়াত ব্যবস্থাকে বজায় রাখবেন দেশের মানুষ ? গোটা দেশের সব প্রান্তের মানুষেরাই অংশ নিয়েছিলেন এই সমীক্ষাতে ৷
সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের বেশিরভাগ মানুষ বলেছেন লকডাউন উঠলে তাঁরা পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে নিজেদের গাড়িতেই যাতায়াত করতে চান ৷ তবে বেশিরভাগ বাঙালি ও তামিল মানুষেরা নিজেদের গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্টকে সবুজ সংকেত দিয়েছেন ৷

advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2020 7:48 PM IST