#News18ChinaSentimeter৷ চিনের প্রতি কি বন্ধুত্বপূর্ণ মনোভাব সঠিক, দ্বিধায় দেশ

Last Updated:

চিন নিয়ে কী ভাবছেন দেশের মানুষ? তা জানতেই গোটা দেশে ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষার পাঠকের কাছে একগুচ্ছ প্রশ্ন নিয়ে সমীক্ষা চালিয়েছিল নিউজ ১৮৷

#নয়াদিল্লি: কমবেশি একমাস ধরে লাদাখে ভারতীয় সেনার সঙ্গে সংঘাতে জড়িয়েছে চিনা সামরিক বাহিনী৷ আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়েও রীতিমতো শাসানির সুর শোনা যাচ্ছে চিনের গলায়৷ এই পরিস্থিতিতে চিন নিয়ে কী ভাবছেন দেশের মানুষ? তা জানতেই গোটা দেশে ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষার পাঠকের কাছে একগুচ্ছ প্রশ্ন নিয়ে সমীক্ষা চালিয়েছিল নিউজ ১৮৷ চিনকে কেন্দ্র করে যে প্রশ্নগুলি পাঠকদের সামনে রাখা হয়েছিল, তার মধ্যে অন্যতম বিষয় ছিল কূটনৈতিক ভারত- চিন সম্পর্কের বিষয়টি৷ পাঠকদের সামনে সরাসরি প্রশ্ন রাখা হয়েছিল, চিনের সঙ্গে কি আদৌ বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখা উচিত ভারতের?
সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, ইংরেজি ভাষায় নিউজ ১৮-এর এই সমীক্ষায় অংশ নেওয়া ৬১ শতাংশ পাঠক মনে করেন, চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ চালিয়ে যাওয়ার বিষয়টি ফের ভেবে দেখা উচিত ভারতের৷ আর ৩৯ শতাংশ পাঠক মনে করছেন, চিনের প্রতি ভারতের বর্তমান দৃষ্টিভঙ্গিতে বদল আনার কোনও প্রয়োজন নেই৷
advertisement
advertisement
নিউজ ১৮ বাংলার সমীক্ষায় এই একই প্রশ্নের জবাব দিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে ৮৯ শতাংশই মনে করছেন, চিনের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণই বজায় রাখা উচিত ভারতের৷ আর মাত্র ৫৫৮ জন বা ১১ শতাংশ মনে করছেন, চিনের প্রতি ভারতের মনোভাবে বদল আনা উচিত৷
তবে সমীক্ষায় সব ভাষার মানুষের দেওয়া জবাব মিলিয়ে দেখা যাচ্ছে, চিনের প্রতি ভারতের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত পাঠকরা৷ ৫৩.৫ শতাংশ মানুষ মনে করছেন ভারতের আচরণে বদল আনা উচিত, আর ৪৬.৫ শতাংশ পাঠক মনে করছেন চিনের সঙ্গে সদ্ভাবই বজায় রাখা উচিত৷
বাংলা খবর/ খবর/দেশ/
#News18ChinaSentimeter৷ চিনের প্রতি কি বন্ধুত্বপূর্ণ মনোভাব সঠিক, দ্বিধায় দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement