#News18ChinaSentimeter৷ চিনের প্রতি কি বন্ধুত্বপূর্ণ মনোভাব সঠিক, দ্বিধায় দেশ

Last Updated:

চিন নিয়ে কী ভাবছেন দেশের মানুষ? তা জানতেই গোটা দেশে ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষার পাঠকের কাছে একগুচ্ছ প্রশ্ন নিয়ে সমীক্ষা চালিয়েছিল নিউজ ১৮৷

#নয়াদিল্লি: কমবেশি একমাস ধরে লাদাখে ভারতীয় সেনার সঙ্গে সংঘাতে জড়িয়েছে চিনা সামরিক বাহিনী৷ আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়েও রীতিমতো শাসানির সুর শোনা যাচ্ছে চিনের গলায়৷ এই পরিস্থিতিতে চিন নিয়ে কী ভাবছেন দেশের মানুষ? তা জানতেই গোটা দেশে ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষার পাঠকের কাছে একগুচ্ছ প্রশ্ন নিয়ে সমীক্ষা চালিয়েছিল নিউজ ১৮৷ চিনকে কেন্দ্র করে যে প্রশ্নগুলি পাঠকদের সামনে রাখা হয়েছিল, তার মধ্যে অন্যতম বিষয় ছিল কূটনৈতিক ভারত- চিন সম্পর্কের বিষয়টি৷ পাঠকদের সামনে সরাসরি প্রশ্ন রাখা হয়েছিল, চিনের সঙ্গে কি আদৌ বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখা উচিত ভারতের?
সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, ইংরেজি ভাষায় নিউজ ১৮-এর এই সমীক্ষায় অংশ নেওয়া ৬১ শতাংশ পাঠক মনে করেন, চিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ চালিয়ে যাওয়ার বিষয়টি ফের ভেবে দেখা উচিত ভারতের৷ আর ৩৯ শতাংশ পাঠক মনে করছেন, চিনের প্রতি ভারতের বর্তমান দৃষ্টিভঙ্গিতে বদল আনার কোনও প্রয়োজন নেই৷
advertisement
advertisement
নিউজ ১৮ বাংলার সমীক্ষায় এই একই প্রশ্নের জবাব দিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে ৮৯ শতাংশই মনে করছেন, চিনের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণই বজায় রাখা উচিত ভারতের৷ আর মাত্র ৫৫৮ জন বা ১১ শতাংশ মনে করছেন, চিনের প্রতি ভারতের মনোভাবে বদল আনা উচিত৷
তবে সমীক্ষায় সব ভাষার মানুষের দেওয়া জবাব মিলিয়ে দেখা যাচ্ছে, চিনের প্রতি ভারতের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত পাঠকরা৷ ৫৩.৫ শতাংশ মানুষ মনে করছেন ভারতের আচরণে বদল আনা উচিত, আর ৪৬.৫ শতাংশ পাঠক মনে করছেন চিনের সঙ্গে সদ্ভাবই বজায় রাখা উচিত৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#News18ChinaSentimeter৷ চিনের প্রতি কি বন্ধুত্বপূর্ণ মনোভাব সঠিক, দ্বিধায় দেশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement