#News18ChinaSentimeter৷ ভারত- চিন সামরিক সংঘাতের আশঙ্কায় অধিকাংশ ভারতীয়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গত এক মাস ধরে দু' দেশের ফৌজের মধ্যে উত্তেজনার পরিবেশ রয়েছে৷
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গত এক মাস ধরে দু' দেশের ফৌজের মধ্যে উত্তেজনার পরিবেশ রয়েছে৷ এই সংঘাতের আবহে পাঠকদের কাছে বিভিন্ন ভাষায় নিউজ ১৮ প্রশ্ন রেখেছিল, সীমান্তের এই উত্তেজনা কি ভবিষ্যতে ভারত এবং চিনের মধ্যে আরও বড় সামরিক লড়াইতে পরিণত হতে পারে?
ইংরেজি ভাষায় যে পাঠকরা এই প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁদের মধ্যে ৭০ শতাংশই মনে করছেন এই সংঘাত আরও বড় সামরিক লড়াইয়ের দিকে এগোবে এবং তা নিয়ে তাঁরা চিন্তিত৷ ৩০ শতাংশ পাঠক অবশ্য সেরকম সম্ভাবনা দেখছেন না৷
advertisement
advertisement

বাংলা ভাষায় যাঁরা এই সমীক্ষায় অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে ৯৫ শতাংশই ভারত- চিনের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন৷
সবমিলিয়ে বিভিন্ন ভাষায় সব পাঠকের উত্তরের গড় হিসেব করলে দেখা যাচ্ছে, প্রায় ৬৯.৮ শতাংশ পাঠক ভারত- চিনের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন৷ ৩০.২ শতাংশ অবশ্য সীমান্ত বিবাদ নিয়ে সামরিক সংঘাতের আশঙ্কা দেখছেন না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2020 10:30 PM IST