News18 Mega UCC Poll: পুত্র ও কন্যাদের জন্য সমান উত্তরাধিকার চান ৮২ শতাংশ মুসলিম মহিলা
- Published by:Salmali Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
News18 Mega UCC Poll: সম্পত্তিতে পুরুষ এবং মহিলার সমান অধিকার চান দেশের ৮২ শতাংশ মুসলিম মহিলা। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে নিউজ ১৮ নেটওয়ার্কের একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
সম্পত্তিতে পুরুষ এবং মহিলার সমান অধিকার চান দেশের ৮২ শতাংশ মুসলিম মহিলা। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে নিউজ ১৮ নেটওয়ার্কের একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। নিউজ ১৮-এর সাংবাদিকরা দেশের ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮,০৩৫ জন মুসলিম মহিলার সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে ইউনিফর্ম সিভিল কোডের কথা উল্লেখ করা হয়নি, তবে ইউসিসি এলে আইনের যে যে ধারায় বদল ঘটবে সেই নিয়ে প্রশ্ন করা হয়।
সমীক্ষায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী মহিলারা অংশগ্রহণ করেন। এঁদের মধ্যে নিরক্ষর থেকে স্নাতক, বিবাহিত থেকে অবিবাহিত– সমাজের সমস্ত স্তরের মুসলিম মহিলারাই ছিলেন। ইউসিসি মূলত সিভিল আইন যা বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, রক্ষণাবেক্ষণের মতো অন্যান্য বিষয়ে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। ইতিমধ্যেই ইউসিসি-র তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে একাধিক মুসলিম সংগঠন। এই পরিস্থিতিতে বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের, বিশেষ করে মহিলাদের মত জানতে সমীক্ষার আয়োজন করে নিউজ ১৮।
advertisement
advertisement
পুরুষ ও মহিলাদের উত্তরাধিকার এবং সম্পত্তির উত্তরাধিকারে সমান অধিকার থাকা উচিত কি না জানতে চাইলে, ৮২ শতাংশ (৬,৬১৫) মহিলা বলেছেন ‘হ্যাঁ’, ১১ শতাংশ (৮৯৩) বলেছেন ‘না’, আর ৭ শতাংশ (৫২৭) মহিলা বলেছেন ‘জানি না’ বা বলতে পারব না’।
advertisement
উত্তরদাতাদের মধ্যে স্নাতক এবং উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এমন ৮৬ শতাংশ (২,৬০০) মহিলা বলেছেন ‘হ্যাঁ’, ১০ শতাংশ (৩১৩) মহিলা বলেছেন ‘না’, যেখানে ৪ শতাংশ (১২০) মহিলা বলেছেন ‘জানি না বা বলতে পারব না’।
১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে, ৮৪ শতাংশ (৫,২৫৯) বলেছেন ‘হ্যাঁ’, ১১ শতাংশ (৬৬১) বলেছেন ‘না’, এবং ৬ শতাংশ (৩৫৭) বলেছেন ‘জানি না বা বলতে পারি না’। ৪৪-এর বেশি বয়সীদের ক্ষেত্রে, ৭৮ শতাংশ (১, ৩৫৬) বলেছেন ‘হ্যাঁ’, ১৩ শতাংশ (২৩২) বলেছেন ‘না’, এবং ৯ শতাংশ (১৫২) বলেছেন ‘জানি না বা বলতে পারব না’।
advertisement
সমীক্ষায় অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে, ১৯ শতাংশ ১৮-২৪ বছর বয়সী, ৩৩ শতাংশ ২৫-৩৪ বছর বয়সী, ২৭ শতাংশ ৩৫-৪৪ বছর বয়সী, ১৪ শতাংশ ৪৫-৫৪ বছর বয়সী, ৫ শতাংশর বয়স ৫৫-৬৪ এবং ২ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।
advertisement
এঁদের মধ্যে ১১ শতাংশ স্নাতকোত্তর, ২৭ শতাংশ স্নাতক, ২১ শতাংশ ১২+ শ্রেণী, ১৪ শতাংশ ১০+ শ্রেণী, ১৩ শতাংশ পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত, ৪ শতাংশ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। বাকি ৪ শতাংশ নিরক্ষর এবং ৪ শতাংশ নাম সই করতে পারেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 12:31 PM IST