News18 Mega UCC Poll: প্রাপ্তবয়স্কদের সম্পত্তির মালিকানা নির্ধারণে দেওয়া হোক স্বাধীনতা, মত ৬৯.৩ শতাংশ মুসলিম মহিলাদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
News18 Mega UCC Poll: নিউজ18 নেটওয়ার্ক দ্বারা পরিচালিত ভারতের বৃহত্তম ইউনিফর্ম সিভিল কোড (UCC) সমীক্ষায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। যেখানে দেখা গিয়েছে, অন্তত ৬৯.৩ শতাংশ মুসলিম ধর্মাবলম্বী মহিলারা মত, সমস্ত প্রাপ্তবয়স্ক ভারতীয়দের তাদের সম্পত্তি খুশি মত উইল অর্থাৎ মালিকানা ঠিক করার স্বাধীনতা দেওয়া হোক।
নয়াদিল্লি: নিউজ18 নেটওয়ার্ক দ্বারা পরিচালিত ভারতের বৃহত্তম ইউনিফর্ম সিভিল কোড (UCC) সমীক্ষায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। যেখানে দেখা গিয়েছে অন্তত ৬৯.৩ শতাংশ মুসলিম ধর্মাবলম্বী মহিলারা মত, সমস্ত প্রাপ্তবয়স্ক ভারতীয়দের তাদের সম্পত্তি খুশি মত উইল অর্থাৎ মালিকানা ঠিক করার স্বাধীনতা দেওয়া হোক।
ইউনিফর্ম সিভিল কোড (UCC) উল্লেখ না করেই, ৮৮৪ জন News18-এর সাংবাদিকরা দেশের ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮০৩৫ জন মুসলিম মহিলার সাক্ষাৎকার নিয়েছিলেন। যে থিমগুলি UCC কভার করবে তারউপর প্রশ্ন রাখা হয়। সমীক্ষায় অংশগ্রহণকারীরা ছিল ১৮-৬৫+ শ্রেণীর মুসলিম মহিলারা। যেখানে শিক্ষিত, বিবাহিত, অবিবাহিত, নিরক্ষর বিভিন্ন ধরনের মহিলাদের এতে সামিল করা হয়েছিল।
advertisement

advertisement
ইউসিসি একটি আইন যা বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, রক্ষণাবেক্ষণের মত অন্যান্য বিষয়ে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে জানানো হয়েছে, যে আইন কমিশন নতুন করে ইউসিসির বিষয়ে পরামর্শ নেবে। কেন্দ্রের সাম্প্রতিক ঘোষণার প্রতি মুসলিম সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং বলেছে যে, “সংখ্যাগরিষ্ঠ নৈতিকতা ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারকে অগ্রাহ্য করা উচিত নয়”।
advertisement
সমীক্ষায় যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সমস্ত প্রাপ্ত বয়স্ক ভারতীয়রা তাদের সম্পত্তি তাদের খুশি মত মালিকানা নির্ধারণ করার সিদ্ধান্ত নেবেন কিনা। তাতে ৬৯.৩% (৫৫৭২) মহিলা বলেছেন ‘হ্যাঁ’, ১৬.৬% (১৩৩৬) বলেছেন ‘না’, যেখানে ১৪.১% (১১২৭) বলেছেন ‘জানি না বলতে পারি না’। উত্তরদাতাদের মধ্যে যারা স্নাতক বা আরও বেশি শিক্ষিত তাদের মধ্যে ৭৩.১% (২২১৬) বলেছেন ‘হ্যাঁ’, ১৫.৬% (৪৭৩) বলেছেন ‘না’, যেখানে ১১.৩% (৩৪৪) বলেছেন ‘জানি না বা বলতে পারি না’।
advertisement
#MegaUCCPoll | 69.3% #MuslimWomen want Indian adults to have right to will away property as they wish#Network18Exclusive #Exclusive #UniformCivilCode #UCC | @AnchorAnandN @Zakka_Jacob pic.twitter.com/DEIMkZTWd7
— News18 (@CNNnews18) July 10, 2023
১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে, ৬৯.৯% (৪৩৯৮) বলেছেন ‘হ্যাঁ’, ১৬.৫% (১০৩৮) বলেছেন ‘না’, এবং ১৩.৬% (৮৫৯) বলেছেন ‘জানি না বা বলতে পারি না’। ৪৪ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে, ৬৭.৫% (১১৭৪) বলেছেন ‘হ্যাঁ’, ১৭.১% (২৯৮) বলেছেন ‘না’, এবং ১৫.৪% (২৬৮) বলেছেন ‘জানি না বা বলতে পারি না’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 10:09 PM IST