corona virus btn
corona virus btn
Loading

নতুন বছরে নোট সঙ্কট আরও বাড়ার আশঙ্কা

নতুন বছরে নোট সঙ্কট আরও বাড়ার আশঙ্কা

শুক্রবারই শেষ হচ্ছে পুরনো ৫০০ ও ১০০০ এর নোট জমার সময়সীমা। প্রয়োজনীয় নোটের ৪০ শতাংশও বাজারে আসেনি।

  • Share this:

#নয়াদিল্লি: শুক্রবারই শেষ হচ্ছে পুরনো ৫০০ ও ১০০০ এর নোট জমার সময়সীমা। প্রয়োজনীয় নোটের ৪০ শতাংশও বাজারে আসেনি। বর্ষপূর্তির উৎসব, বেতন নিয়েও ঘোর অনিশ্চয়তা। এই পরিস্থিতি আরও একবার কেন্দ্রের হঠকারিতার বিরুদ্ধে সরব রাহুল গান্ধী থেকে লালুপ্রসাদ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই মোদির সিদ্ধান্তকে ভয়াবহ বিপর্যয় বলেই অভিযোগ তাদের।

নোট বাতিল ভয়াবহ আর্থিক বিপর্যয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস-আরজেডির মতো বিরোধী দল। সাড়ে ১৫ লক্ষ টাকার পরিবর্তে বাজারে এসেছে মাত্র ৬ লক্ষ টাকা। নতুন বছরে মাইনে হলে সঙ্কট আরও বাড়বে। ৫০দিনের সময়সীমা শেষ হতে চললেও আম-আদমিকে আশ্বস্ত করার জায়গায় নেই মোদি প্রশাসন।

৩০ ডিসেম্বরের পরই পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেটা যে সম্ভব নয়, তা এখন স্পষ্ট। এই পরিস্থিতিতে নতুন করে মোদির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন নোট বাতিল? এই সিদ্ধান্তে কাদের সুবিধা হল? কত কালো টাকাই বা উদ্ধার হল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই মোদিকে প্রশ্ন বিরোধীদের? আম-আদমির সমস্যা কমাতে বেশ কিছু দাবিও তুলছেন তাঁরা।

কেন নোট বাতিল, তা স্পষ্ট করা হোক কৃষকদের ঋণ মুকুব করা হোক

নোট সংকটে নববর্ষের উৎসবের প্রস্তুতি অনেকটাই ফিকে। মাস পয়লায় বেতনের টাকাও হাতে পাওয়া নিয়ে সংশয়ে আম-আদমি। জানুয়ারির প্রথমে তাই ব্যাঙ্কে ব্যাঙ্কে আবারও লম্বা হবে লাইন। ক্যাশলেস হবে এটিএম। বছর শেষে এনিয়ে অন্তত কোনও সংশয় নেই আম-নাগরিকদের।

First published: December 29, 2016, 8:54 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर