বিনোদনে-শোভায় তুলনাহীন; নতুন বছরে এই ৫ ছুটির ঠিকানা একটুও চাপ ফেলবে না পকেটে!
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
করোনা আতঙ্কেই নতুন বছরকে স্বাগত জানাতে হচ্ছে। তবে সঙ্গে রয়েছে একাধিক বিধি-নিষেধ।
#নয়াদিল্লি: করোনা আতঙ্কেই নতুন বছরকে স্বাগত জানাতে হচ্ছে। তবে সঙ্গে রয়েছে একাধিক বিধি-নিষেধ। বড় কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে বা ভিড়ের অংশ হলেও বিপদের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ভিড়ে ঠাসা ব্যস্ত শহর থেকে কিছু দিনের ছুটি নেওয়া যেতে পারে। আর এই ফাঁকে ঘুরে আসা যেতে পারে এই জায়গাগুলি থেকে। চিন্তা নেই, এ জন্য খুব একটা বাজেটেরও প্রয়োজন হবে না।
নালদেহরা (Naldehra)
সিমলার কাছাকাছি, তবে অনেকটা নির্জন এই এলাকা। একটা পুরনো শহরের মেজাজ ছড়িয়ে রয়েছে এই এলাকার আনাচে-কানাচে। ঠাণ্ডা আবহাওয়া, পার্বত্য এলাকার অপূর্ব সৌন্দর্য নজর কাড়বে। ব্যস্ত শহরের ভিড় থেকে পালিয়ে একমুঠো মুক্ত অক্সিজেনের সন্ধান মিলতে পারে নালদেহরায়।
advertisement
ঋষিকেশ (Rishikesh)
শুনলে একটু অদ্ভুত লাগতে পারে, তবে আদতে তা নয়। পর্যটকদের চোখ জুড়িয়ে দেওয়ার মতো সৌন্দর্য রয়েছে ঋষিকেশে। যদি আগে এসে থাকেন, তা হলেও পরিবার-পরিজন নিয়ে ফের বেরোনো যেতে পারে ঋষিকেশের উদ্দেশে। হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ডের এই শহর এক আধ্যাত্মিক অনুভূতির স্থান।
advertisement
মহাবলেশ্বর (Mahabaleshwar)
মুম্বই বা পুণে থেকে গাড়িতে কিছুক্ষণ। তা হলেই পৌঁছনো যাবে মহারাষ্ট্রের এই এলাকায়। পশ্চিমঘাট পর্বতমালা-সংলগ্ন এই পার্বত্য এলাকা আর বনাঞ্চলের বাতাস জুড়ে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে রয়েছে। একাধিক ভিউ পয়েন্ট, ঝর্না, নদী, মন্দির, সব মিলিয়ে এক দারুণ জায়গা। নতুন বছর বন্ধুদের নিয়ে পাড়ি দেওয়া যেতে পারে এই গন্তব্যে।
advertisement
জয়পুর (Jaipur)
রাজস্থানের রাজধানী শহর। পিঙ্ক সিটি জয়পুর রাজস্থানের অন্যতম দর্শনীয় স্থান। নানা স্মৃতি-সৌধ আর প্রাসাদে ঘেরা এই শহর একের পর এক অজানা ইতিহাসের গল্প বলে। যাঁরা ইতিহাস ছুঁয়ে দেখতে চান আর ভালো কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করতে চান, তাঁদের জন্য সেরা গন্তব্য হতে পারে রাজস্থানের জয়পুর।
ম্যাকলয়েডগঞ্জ (McLeodganj)
ধর্মশালা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। হিমাচল প্রদেশের কাংড়া জেলার এই পার্বত্য এলাকা মুগ্ধ করবে। এখানকার কাফে ও হোটেলগুলি পর্যটকদের নজর কাড়ে। কারণ তিবেতিয়ান ক্যুইজিনের জন্য জনপ্রিয় এই এলাকা। যাঁরা নানা রকমের খাবার খেতে ভালোবাসেন আর পাহাড়ের মনমাতানো সৌন্দর্য উপভোগ করতে চান, তাঁদের জন্য অন্যতম সেরা গন্তব্য হতে পারে ম্যাকলয়েডগঞ্জ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2020 1:10 PM IST