Ladies Compartment: পুরুষ হয়েও যখন তখন মহিলা কামরায় ওঠেন? এবার হবে কড়া শাস্তি, মোটা জরিমানা! জানুন

Last Updated:

Ladies Compartment: মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত আসন বা বার্থ কোনো পুরুষ যাত্রী দখল করলে এবং রেল কর্মচারীর অনুরোধ সত্ত্বেও তা খালি না করলে তার বিরুদ্ধেও উপরে উল্লিখিত শাস্তি কার্যকর হবে।

পুরুষ হয়েও যখন তখন মহিলা কামরায় ওঠেন? এবার হবে কড়া শাস্তি, মোটা জরিমানা! জানুন
পুরুষ হয়েও যখন তখন মহিলা কামরায় ওঠেন? এবার হবে কড়া শাস্তি, মোটা জরিমানা! জানুন
কলকাতা:  মহিলা কামরায় পুরুষ যাত্রী প্রবেশ করলে কঠোর শাস্তি নিশ্চিত! ‘মহিলা সুরক্ষা’ উদ্যোগের আওতায়, মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরায় অনুমোদনহীন প্রবেশ ও দখল প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হয়েছে। পূর্ব রেলের এই উদ্যোগ মহিলা যাত্রীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত যাতায়াতের পরিবেশ নিশ্চিত করতে নিবেদিত।
০১.১১.২০২৪ থেকে ১২.১১.২০২৪ পর্যন্ত, রেল সুরক্ষা বাহিনী (RPF) কর্তৃক মহিলা কামরায় অনধিকার প্রবেশের বিরুদ্ধে রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬২ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬২ ধারা অনুযায়ী মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরায় বা স্থানে পুরুষ যাত্রীদের অনুমোদনহীন প্রবেশ ও দখল রোধে প্রযোজ্য।
advertisement
advertisement

অনুমোদনহীন প্রবেশের জন্য শাস্তি:

মহিলা কামরায় কোনো পুরুষ যাত্রী প্রবেশ করলে বা যাতায়াত করলে তাকে অর্থদণ্ড প্রদান করা হবে।
রেল কর্মচারীর নির্দেশে তাকে কামরা থেকে বের করে দেওয়া হবে এবং তার টিকিট বা পাস বাজেয়াপ্ত হতে পারে।

সংরক্ষিত আসন বা বার্থ দখল করা:

মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত আসন বা বার্থ কোনো পুরুষ যাত্রী দখল করলে এবং রেল কর্মচারীর অনুরোধ সত্ত্বেও তা খালি না করলে তার বিরুদ্ধেও উপরে উল্লিখিত শাস্তি কার্যকর হবে।
advertisement

১৬২ ধারার অধীনে মামলা ও গ্রেফতারের সারসংক্ষেপ
পূর্ব রেলের বিভিন্ন বিভাগে RPF-এর প্রশংসনীয় ভূমিকা তুলে ধরা হল:
হাওড়া বিভাগ (HWH):
নথিভুক্ত মামলা: ১২৭
গ্রেফতার: ১২৭
আদায়কৃত জরিমানা: ₹৪,৫৫০
শিয়ালদহ বিভাগ (SDAH):
নথিভুক্ত মামলা: ১৯৪
গ্রেফতার: ১৯৪
আদায়কৃত জরিমানা: ₹২৪,৪০০
মালদা বিভাগ (MLDT):
নথিভুক্ত মামলা: ২৬
গ্রেফতার: ৩৩
আদায়কৃত জরিমানা: ₹৮০০
advertisement
আসানসোল বিভাগ (ASN):
নথিভুক্ত মামলা: ১৩১
গ্রেফতার: ১৫৯
আদায়কৃত জরিমানা: ₹২৮,৮০০
পূর্ব রেলের মোট পরিসংখ্যান:
মোট মামলা: ৪৭৮
মোট গ্রেফতার: ৫১৩
মোট আদায়কৃত জরিমানা: ₹৫৮,৫০০
পূর্ব রেল মহিলা যাত্রীদের সুরক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দেয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পদক্ষেপ গ্রহণ করছে। রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬২ ধারা কার্যকর করা মহিলা কামরার সুরক্ষিত পরিবেশ বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাংলা খবর/ খবর/দেশ/
Ladies Compartment: পুরুষ হয়েও যখন তখন মহিলা কামরায় ওঠেন? এবার হবে কড়া শাস্তি, মোটা জরিমানা! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement