২০০ কোটি ব্যয়ে মাল্টি লেভেল কার পার্কিং! ত্রিপুরায় ঘোষণা মুখ্যমন্ত্রী মানিকের 

Last Updated:

আগরতলা শহরকে যানজট মুক্ত করতে পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় গড়ে তোলা হবে এই অত্যাধুনিক বহুতল পার্কিং ব্যবস্থা এবং‌ কমার্শিয়াল কমপ্লেক্স। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় পিপিপি মডেলের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছে।

#আগরতলা: প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। এর আগে একের এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করতে দেখা যাচ্ছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে। সম্প্রতি আগরতলায় একটি অত্যাধুনিক বহুতল পার্কিং ব্যবস্থা এবং কর্মাশিয়াল কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
স্থানীয় সূত্রের খবর, আগরতলা শহরকে যানজট মুক্ত করতে পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় গড়ে তোলা হবে এই অত্যাধুনিক বহুতল পার্কিং ব্যবস্থা এবং‌ কমার্শিয়াল কমপ্লেক্স। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় পিপিপি মডেলের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছে।
এদিনের এই ভিত্তি প্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, নগরোন্নয়ন দফতরের সচিব অভিষেক সিং, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও তথা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ।
advertisement
advertisement
আরও পড়ুন: কুয়াশায় বর্ষবরণ, বছরের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, "সময়ের সঙ্গে ধীরে ধীরে আগরতলা শহরের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আগামিদিনে আগরতলা শহর উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে একটি অন্যতম সুন্দর শহরে পরিণত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় উন্নয়নকে অগ্রাধিকার দেন।"
advertisement
এরপরেই, ত্রিপুরার একাধিক উন্নয়নমুলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মানিক। বলেন, "বর্তমানে বিভিন্ন রাজ্যের তুলনায় ত্রিপুরায় অনেক বেশি উন্নয়ন হচ্ছে। উত্তর জেলার চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়ক চার লেনে উন্নীত করা সহ ৬ টি জাতীয় সড়কের কাজ চলছে। এছাড়া, আরও ৭ টি জাতীয় সড়ক এবং চারটি রোপওয়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ সকল প্রকল্প বাস্তবায়নে প্রায় ১০ হাজার ২২২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। "
advertisement
উদ্বোধনী মুখ্যমন্ত্রী আরও বলেন, "আগরতলা শহরের মধ্যে এধরনের মাল্টি লেভেল কার পার্কিং এবং কমার্শিয়াল কমপ্লেক্স আমাদের সকলের জন্য একটা গর্বের বিষয়। উন্নয়ন যেমন হচ্ছে, তার সঙ্গে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাই গাড়ি পার্ক করার জন্য একটা সঠিক পরিকল্পনার প্রয়োজন। তাই মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণে উদ্যোগী হয়েছে সরকার। এই অত্যাধুনিক কমপ্লেক্সে একদিকে যেমন যানবাহন পার্কিং করা যাবে, তেমনই কমার্শিয়াল কমপ্লেক্সে ব্যবসা করে কর্মসংস্থানের সুযোগও থাকবে"
advertisement
আগামী তিন বছরের মধ্যে এই মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণ করার সময়সীমা ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এই মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণের জন্য ত্রিপুরা সরকারের কোন অর্থ ব্যয় হবে না। ৩০ বছরের জন্য এই জায়গা লিজে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানি চাইলে ৩০ বছর পর চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারবে। এদিন মুখ্যমন্ত্রী ফের একবার সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য গুরুত্বারোপ করেন। স্মার্ট সিটি সূত্রে জানা যায়, এই মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে ২৮০ টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। উপরে থাকবে বিভিন্ন ধরনের হোটেল, শপিং মল সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রায় ৫০ মিটার উচ্চতা সম্পন্ন হবে এই বহুতল ভবন। সরকার ও পাবলিক পার্টনারশিপে গড়ে তোলা হবে এই ভবন। এরজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০০ কোটি ব্যয়ে মাল্টি লেভেল কার পার্কিং! ত্রিপুরায় ঘোষণা মুখ্যমন্ত্রী মানিকের 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement