মাদকমুক্ত পঞ্জাব গড়তে নতুন প্রস্তাব আনল মন্ত্রীসভা
Last Updated:
মাদকমুক্ত পঞ্জাব গড়তে নতুন পদক্ষেপ নিল পাঞ্জাব সরকার ।
#চন্ডিগড়: পঞ্জাবের যুব সম্প্রদায়ের একটি বড় অংশই মাদকের নেশায় ডুবে থাকেন । দীর্ঘকাল ধরে অপরিমিত মাত্রায় মাদক সেবনের ফলে মৃত্যুও হয়েছে বহু মানুষের । এরই সমাপ্তি ঘটাতে মাদক পাচারকারী ও সরবরাহকারীদের মৃত্যুদন্ড দেওয়ার প্রস্তাব আনল পঞ্জাব সরকার ।
মন্ত্রিসভায় ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে এই প্রস্তাব । একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। অমরিন্দর জানিয়েছেন, পঞ্জাবের একটি প্রজন্ম পুরো নষ্ট হয়ে যাচ্ছে মাদকাসক্তির কারণে। তিনি মনে করেণ এই কাজের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া জরুরি। ।
advertisement
advertisement
My govt has decided to recommend the death penalty for drug peddling/smuggling. The recommendation is being forwarded to the Union government. Since drug peddling is destroying entire generations, it deserves exemplary punishment. I stand by my commitment for a drug free Punjab. pic.twitter.com/dXZTsDwVpf
— Capt.Amarinder Singh (@capt_amarinder) July 2, 2018
advertisement
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে । গড়া হয়েছে একটি বিশেষ টাস্ক-ফোর্স যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করবে।
যদিও আপ, শিরোমণি আকালি দল সহ বিরোধী দলগুলি অনেকদিন ধরেই অমরিন্দরের সমালোচনায় সরব হয়েছে । তাদের মতে অমরিন্দর সরকার মাদকমুক্ত পঞ্জাব গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেনি । তাদের মতে, মাদকপাচার রুখতে যে ন্যুনতম নিয়ন্ত্রণ দরকার সেটি করতেও ব্যর্থ এই সরকার ।
advertisement
আরও পড়ুন: অচেনা মেয়েদের ফোন করলেই এবার ধরবে পুলিশ!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2018 11:34 AM IST