চলন্ত সেতু তৈরি করছে ভারত সরকার, ভিডিও দেখলে চোখ কপালে উঠবে
Last Updated:
#নয়াদিল্লি: কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল বগিবিল সেতুর নাম ৷ গুয়াহাটির এই ব্রিজটি দোতলা ৷ এমন সেতু এ দেশে আগে কখনও দেখা যায়নি ৷ এবার আরও একটি নতুন ধরনের সেতু তৈরিতে অনুমোদন দিল ভারত সরকার ৷
সাধারণত যে কোনও ব্রিজই নির্দিষ্ট একটি জায়গায় স্থির থাকে ৷ কিন্তু এই ব্রিজ আবার চলন্ত ৷ নতুন এই ব্রিজের নাম পমবন ব্রিজ ৷ রামেশ্বরমের সঙ্গে মূল ভারতীয় ভূখণ্ডকে জুড়বে এই সেতু ৷ ১০৪ বছরের পুরনো পমবন সেতুটির পরিবর্তে নতুন এই সেতুটি বসানো হবে ৷ ভারতের রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে এটিই দেশের প্রথম ভার্টিকাল লিফ্ট ব্রিজ ৷ যে সেতুর উপর দিয়ে যাবে ট্রেন, নীচ দিয়ে যাবে জাহাজ ৷
advertisement
ভাবছেন নিশ্চয়ই কী ভাবে সেটা সম্ভব? আসলে এই সেতুতে রয়েছে ভার্টিকাল লিফ্ট ৷ আর এই লিফ্টের মাধ্যমেই সেতুর উপরের পাটাতনটি উপরের দিকে উঠে যায় ৷ সে সময় জাহাজ চলাচল করতে পারে ৷ আবার ট্রেন এলে সেই পাটাতনটি নেমে আসে নীচে ৷ তখন দিব্যি ট্রেনও চলে পমবন সেতু দিয়ে ৷ আরও ভাল করে সেতুটির কার্যকারিতা বুঝতে গেলে চোখ রাখুন ভিডিওতে ৷ রেলমমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই পমবন ব্রিজের একটি ভিডিও শেয়ার করছেন ৷
advertisement
advertisement
Ever seen a moving bridge? The Pamban Sea-Bridge that connects Rameshwaram with mainland India will soon have vertical lift span technology to allow the cross-navigation of vessels pic.twitter.com/Z2W8vruokG
— Piyush Goyal (@PiyushGoyal) December 28, 2018
আগামী চার বছরের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই সেতু ৷ রামেশ্বরম, পমবন দ্বীপ আর ধনুসকোডির মধ্যমে একাধিক রেলপথকে সংযুক্ত করবে এই সেতু ৷ ২ কিলোমিটার লম্বা এই সেতু তৈরিতে খরচ পড়বে ২৫০ টাকা ৷ ট্রেন চলে গেলে সেতুর ৬৩ মিটার লম্বা একটি অংশ উলম্ব লিফ্টের সাহায্যে উপরের দিকে উঠে যায় ৷ এতে রয়েছে সেন্সর টেকনোলজি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2018 3:04 PM IST