GST : মোদির ঘোষণা! GST সংস্কার হলে সস্তা হবে কোন কোন জিনিস? দেখে নিন তালিকা

Last Updated:

New Generation GST- পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় বড়সড় পরিবর্তনের কথা ভাবছে মোদি সরকার। দু’টি স্ল্যাব রাখা হবে GST-র। ৫% ও ১৮%। উঠে যেতে পারে ১২ শতাংশের স্ল্যাব। আর তার সঙ্গে কিছু জিনিসের দাম কমতে পারে বলে জানা যাচ্ছে।

News18
News18
কলকাতা : প্রধানমন্ত্রীর ঘোষণা! দেশবাসীর জন্য দিওয়ালির উপহার! তেমনই আশ্বাস দিয়েছিলেন মোদি। স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণের সময় নরেন্দ্র মোদি জিএসটি সংস্কারের দাবি করেছিলেন।
পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় বড়সড় পরিবর্তনের কথা ভাবছে মোদি সরকার। দু’টি স্ল্যাব রাখা হবে GST-র। ৫% ও ১৮%। উঠে যেতে পারে ১২ শতাংশের স্ল্যাব। আর তার সঙ্গে কিছু জিনিসের দাম কমতে পারে বলে জানা যাচ্ছে। তবে তামাকজাত দ্রব্য ও পান মশলার উপর ৪০% GST ধার্যের সুপারিশ করা হয়েছে।
advertisement
মোদি বলেন, ‘এবার দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার দেওয়া হবে। গত আট বছরে আমরা জিএসটির সংস্কার করেছি। গোটা দেশে ট্যাক্স কমিয়েছি, ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরলীকরণ করেছি। আট বছর পর সময়ের দাবি মেনেই এবার রিভিউ-এর পালা। আমারা হাই-পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছি। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছি। পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার করা হবে। করের হার অনেকটাই কমে যাবে। বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।’
advertisement
advertisement
আরও পড়ুন- আপনার ফোনে এসেছে mParivahan-এর মেসেজ? আধার, মোবাইল নম্বর নিয়ে বড়সড় আপডেট
করের বোঝা কমলে কোন কোন পণ্যের দাম কমতে পারে? বিশেষজ্ঞরা মনে করছেন, জিএসটি সংস্কারের পর, কমে যেতে পারে মোবাইল, কম্পিউটার, রেডি-মিক্স কংক্রিট, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, ওষুধ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, কৃষি যন্ত্র, সাইকেল, বিমা ও শিক্ষা পরিষেবা, কনডেন্সড মিল্ক, শুকনো ফল, নোনতা খাবার, কার্পেট, ছাতা, সাইকেল, বাসনপত্র, জুট বা কাপড়ের ব্যাগ, ১০০০ টাকার কম দামের জুতো এবং সিমেন্ট, সেরামিক, টাইলস, জ্যামিতি বক্স, গাড়ির দাম।
advertisement
দাম কমতে পারে- টুথপেস্ট, টুথ পাউডার, সাবান, তেলের। এছাড়াও মোবাইল ফোন, কম্পিউটার, সাইকেল, বাসনপত্রের। কমতে পারে এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টিভির দামও।
বাংলা খবর/ খবর/দেশ/
GST : মোদির ঘোষণা! GST সংস্কার হলে সস্তা হবে কোন কোন জিনিস? দেখে নিন তালিকা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement