এবার ATM-এ পাওয়া যাবে ২০০০ ও ৫০০ টাকার নতুন নোট
Last Updated:
নোট ভোগান্তি শেষ হওয়ার পথে ৷ পর্যাপ্ত নতুন নোট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এটিএম মেশিন থেকেও নতুন ৫০০ ও ২০০০ টাকা বন্টনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস ৷
#নয়াদিল্লি: নোট ভোগান্তি শেষ হওয়ার পথে ৷ পর্যাপ্ত নতুন নোট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এটিএম মেশিন থেকেও নতুন ৫০০ ও ২০০০ টাকা বন্টনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস ৷ সেই মতো দেশের আড়াই লাখ এটিএম মেশিনে প্রযুক্তিগত পরিবর্তন ঘটিয়ে প্রস্তুত করার পথে অনেকটাই অগ্রসর হয়েছে কেন্দ্র ৷
নোট বাতিল সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর থেকে দেশ জুড়ে নগদের হাহাকার ৷ অচল নোট পাল্টাতে তড়িঘড়ি ব্যাঙ্কে ছুটেছেন সাধারণ মানুষ ৷ দেশের প্রতিটি ব্যাঙ্ক শাখা ও এটিএমের সামনের চিত্রটা একই ৷ যতদূর নজর যায়, শুধুই মানুষের লাইন ৷ পর্যাপ্ত নতুন নোট ব্যাঙ্ক ও এটিএমে না থাকায় হয়রানি বেড়েছে মানুষের ৷ রাতারাতি নগদের আকালে বন্ধ বেচাকেনা, বন্ধ ব্যবসা ৷
advertisement
দেশের এই পরিস্থিতে তড়িঘড়ি সাধারণ মানুষের কাছে নগদ পৌঁছে দিতে ব্যাঙ্ক-ডাকঘরের সঙ্গে সঙ্গে এটিএম পরিষেবাকেও স্বাভাবিক করতে জোর দিচ্ছে কেন্দ্র ৷ সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থসচিব জানান, ‘ATM-এর প্রযুক্তিগত বদল প্রক্রিয়া শুরু হয়েছে ৷ নতুন মাইক্রো ATM আনা হচ্ছে ৷ ব্যাঙ্ক-ডাকঘরে আরও টাকা পাঠানো হচ্ছে ৷ আজ বা কালই ATM-এ নতুন নোট পাবেন গ্রাহকরা ৷ দ্রুত এই কাজ শেষ করতে RBI ডেপুটি গর্ভনরের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠিত হয়েছে ৷’
advertisement
advertisement
এছাড়াও অর্থসচিব জানান, ব্যাঙ্ক ও এটিএম থেকে নগদ তোলার উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে ৷ একইসঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে ৷ ব্যাঙ্কে থাকা কারেন্ট অ্যাকাউন্ট থেকে এককালীন ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে ৷ সপ্তাহে তোলা যাবে সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা। এতদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এককালীন ১০ হাজার টাকা ও সপ্তাহে সর্বোচ্চ ২০ হাজার টাকা তোলা যেত ৷ সরকারের নতুন ঘোষণা অনুসারে, একবারেই ২৪ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে ৷ এটিএম থেকে দৈনিক দু’হাজারের বদলে তোলা যাবে আড়াই হাজার। টাকা বদলানোর ঊর্ধ্বসীমাও চার হাজার থেকে বেড়ে, হল সাড়ে চার হাজার টাকা।
advertisement
এছাড়াও ব্যাঙ্কে যে নয়া বিধিগুলি চালু হয়েছে সেগুলি হল-
- ব্যাঙ্কে দৈনিক ৪,০০০-এর বদলে ৪,৫০০ টাকা তোলা যাবে
- ব্যাঙ্ক থেকে সপ্তাহে একবার ২৪,০০০ টাকা তোলা যাবে
- গ্রামীণ এলাকায় ১.২ লক্ষ ব্যাঙ্কিং করেসপন্ডেন্ট কাজ করবেন
- গ্রামীণ এলাকায় কাজ করবে ১.৩ লক্ষ ব্রাঞ্চ পোস্ট অফিসও
- কারেন্ট অ্যাকাউন্ট থেকে তোলা সপ্তাহে তোলা যাবে ৫০,০০০ টাকা
advertisement
- পেনশনভোগীদের বার্ষিক লাইফ সার্টিফিকেটে জমার সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত
- বসানো হবে প্রচুর মাইক্রো এটিএম
ব্যাঙ্কের ওপর চাপ কমাতে সরকারি ক্ষেত্রগুলিতে ই পেমেন্টে জোর দেওয়া হয়েছে।
নোট বদলের প্রক্রিয়ার ষষ্ঠদিনে ভোগান্তি চরমে ৷ গুরু নানকের জন্মদিন উপলক্ষে সোমবার বন্ধ পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের সমস্ত ব্যাঙ্ক ৷ বন্ধ অধিকাংশ এটিএম ৷ খোলা হলেও নো ক্যাশ-এর বোর্ড বেশিরভাগ জায়গায় ৷ কোনও এটিএম-এ টাকা মেলার খবর পেলে আলোয় আকৃষ্ট শ্যামাপোকার মতো সেখানে জমায়েত মানুষের ৷ সবর্ত্র শুধু নোটের হাহাকার ৷
advertisement
আরও একবার মানুষকে আশ্বাস দিয়ে শক্তিকান্ত দাস বলেছেন, ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই, RBI-এর কাছে যথেষ্ট নোট আছে ৷’
৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের পর কেটে গিয়েছে ছয়দিন ৷ নোট বাতিল করার সিদ্ধান্তে কী প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর সেই নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠক থেকেই উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2016 1:17 PM IST