Maggi Milk Shake: ম্যাগি দিয়ে মিল্ক শেক! প্রিয় নুডলস নিয়ে 'বাঁদরামি' দেখে রেগে আগুন লোকজন

Last Updated:

Weird Food Combination: ম্যাগি দিয়ে মিল্ক শেক! দেখেই গা গুলিয়ে উঠল অনেকের।

#নয়াদিল্লি: ম্যাগির তো কতরকম রেসিপি হয়। পাহাড় হোক বা সমতল, ম্যাগি বহু মানুষের আবেগে জড়িয়ে। চটজলদি পেট ভরানোর জন্য ম্যাগির জুড়ি মেলা ভার। যদিও ম্যাগির পুষ্টিগুণ নিয়ে বহু বিতর্ক রয়েছে। তবে সেসব এখানে আলোচনার বিষয় নয়। যাঁরা খেতে ভালবাসেন, তাঁরা আবার খাবার নিয়ে পরীক্ষা করতেও ভালবাসেন। কিন্তু কখনও সেসব পরীক্ষা দেখে লোকজন থ হয়ে যান। বিশেষ করে ম্যাগি নিয়ে এমন পরীক্ষা হয়তো আর আগে কেউ করেননি। ম্যাগি দিয়ে মিল্ক শেক! প্রিয় নুডলস নিয়ে এমন বাঁদরামি অবশ্য অনেকেই মেনে নেননি। ম্যাগি নিয়ে অনেকরকম পদ রান্না করেছেন বহু মানুষ। সেসব পদের বেশিরভাগ অনেকেই পছন্দ করেছেন। কিন্তু ম্যাগি দিয়ে বানানো এই মিল্ক শেক দেখেই অনেকের গা গুলিয়ে উঠেছে।
যেখানে ভাল কিছু খাবার পাওয়া যায় না সেখানে ম্যাগি দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। ম্যাগি বিশেষত ব্যাচেলর মানুষদের সব থেকে বড় ভরসা। দ্রুত তৈরি করে নেওয়া যায়। তাড়াতাড়ি পেট ভরিয়ে দেয় এই ইনস্ট্যান্ট নুডলস। ম্যাগির সঙ্গে ডিম সহযোগে বহু পদ রান্না করা হয়। ম্যাগির সঙ্গে শাক-সবজি মিশিয়েও রান্না হয় অনেক পদ। কিন্তু ম্যাগি দিয়ে মিল্ক শেক কজন দেখেছেন! তবে এর আগেও ম্যাগি দিয়ে অদ্ভুত সব পদ রান্না করেছেন লোকজন। কিছুদিন আগে দেখা গিয়েছিল ম্যাগির লাড্ডু বানিয়েছেন একজন। একজন আবার ওরিও বিস্কুট দিয়ে ম্যাগি তৈরি করেছিলেন। তবে এবার সেসব ছাপিয়ে এসেছে ম্যাগির মিল্ক শেক। এমন এক্সপেরিমেন্ট দেখে অনেকে হেসে কুটোপাটি। কেউ আবার সিরিয়াস হয়ে এই পদের সমালোচনা করেছেন।
advertisement
advertisement
advertisement
ম্যাগির মিল্ক শেক দেখে অনেকেই শিউরে উঠেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই অনেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন, বারবার কেন ম্যাগি নিয়ে এসব পরীক্ষা করা হচ্ছে! কেউ আবার বলেছেন, এই মিল্ক শেক যে বানিয়েছে তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maggi Milk Shake: ম্যাগি দিয়ে মিল্ক শেক! প্রিয় নুডলস নিয়ে 'বাঁদরামি' দেখে রেগে আগুন লোকজন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement