ইঞ্জিনিয়ারিং-মেডিক্যালের সর্বভারতীয় পরীক্ষা বছরে দু’বার, অনলাইনে
Last Updated:
ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা এবার থেকে হবে বছরে দুবার ৷ পরীক্ষাগুলি হবে অনলাইনে ৷ শনিবার সাংবাদিক বৈঠকে এই তথ্যই সামনে আনলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর ৷
#নয়াদিল্লি: ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা এবার থেকে হবে বছরে দু’বার ৷ পরীক্ষাগুলি হবে অনলাইনে ৷ শনিবার সাংবাদিক বৈঠকে এই তথ্যই সামনে আনলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর ৷
NEET, UGC NET, JEE, CMAT পরীক্ষাগুলি এবার থেকে হবে অনলাইনে ৷ বছরে দু বার হবে NEET এবং JEE ৷ জানুয়ারি এবং এপ্রিল মাসে হবে জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা এবং সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা হবে ফেব্রুয়ারি এবং মে মাসে ৷ ন্যাশনল টেস্টিং এজেন্সির মাধ্যমে হবে এই পরীক্ষাগুলি ৷ নতুন এই সংস্থাই নিয়ন্ত্রণ করবে সর্বভারতীয় পরীক্ষাগুলি ৷ পরীক্ষা অনলাইনে হবার ফলে পরীক্ষার্থীদের সুবিধা হবে, আটকানো যাবে প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনাও ৷ মত প্রকাশ জাভড়েকরের ৷
advertisement
advertisement
National Testing Agency to conduct NEET, JEE, UGC NET and CMAT exams from now on, the exams will be computer-based. The exams to be conducted on multiple dates. NEET & JEE exams to be conducted 2 times in a year, JEE in Jan & Apr & NEET in Feb and May: Union Minister P Javadekar pic.twitter.com/gJEOYmkk1Z
— ANI (@ANI) July 7, 2018
advertisement
Location :
First Published :
July 07, 2018 4:47 PM IST