#নয়াদিল্লি: দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে ফের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) ও NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা ৷ দেশ জুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিস্থিতিতে পড়ুয়াদের কথা ভেবে অভিভাবকেরাও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন ৷ এই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়েছে বিজেপি সাংসদ সুব্রহ্মম স্বামীর একটি ট্যুইট ৷
ট্যুইটে মন্ত্রীর সঙ্কেত তৃতীয়বারের জন্য ফের স্থগিত হতে পারে এই দুই সর্বভারতীয় পরীক্ষা ৷ এ ব্যাপারে ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথাও বলেছেন সুব্রহ্মম স্বামী ৷ নিট ও জি মেন পরীক্ষা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন গোটা দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ৷
দু'বার পিছিয়ে যাওয়ার পর বর্তমানে যে নয়া পরীক্ষাসূচি দিয়েছে কেন্দ্র, সেই অনুযায়ী ১ থেকে ৬ সেপ্টেম্বর JEE Main এবং ১৩ সেপ্টেম্বর NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) হওয়ার কথা ৷ টাইমস নাউ-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ট্যুইট করে সুব্রহ্মম স্বামী বলেছেন NEET এবং জি মেইন পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক চলছে ৷ বিজেপি সাংসদের মত অনুসারে চলতি বছর দিওয়ালির পর এই পরীক্ষাগুলি নেওয়া যেতে পারে ৷ সে বিষয়ে তিনি শিক্ষামন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়ালের কাছে সুপারিশও করেছেন ৷
Postpone NEET, or it may lead to suicides: Swamy to PM https://t.co/uRFlAo9c5H
— Subramanian Swamy (@Swamy39) August 21, 2020
Since the number of new COVID 19 cases has soared to 70, 000 per day, it is in the balance of public interest that Education Ministry approach the CJI court at his home and seek an adjournment to November after Deepavali
— Subramanian Swamy (@Swamy39) August 21, 2020
অন্যদিকে, কিছুদিনের মধ্যেই নিট এর অ্যাডমিট কার্ড জারি করা হবে বলে খবর ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক নোটিস জারি করে অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা জানিয়েছে ৷ সাধারণত পরীক্ষার ১৫ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয় ৷
উল্লেখ্য, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা করোনা ভাইরাসের জেরে পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল৷ সেই মামলাতেই করোনা পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) ও NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) রদ করে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে বেঞ্চ জানায়, COVID-19 অতিমারির বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে৷ কিন্তু তা বলে ছাত্র-ছাত্রীদের একটা গোটা বছর নষ্ট হতে দেওয়া ঠিক নয়৷ এটা তাঁদের কেরিয়ারের জন্য খারাপ৷ এবার চুড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রের দিকে তাকিয়ে পরীক্ষার্থীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।