#কলকাতা ও নয়াদিল্লি: করোনার পরিস্থিতিতে JEE ও NEET পরীক্ষা স্থগিতের জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা বলেন, 'চলুন সবাই মিলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করি, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে পরীক্ষা স্থগিত রাখা হোক৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই কাজ করছে কেন্দ্র৷ কিন্তু আদালতের কাছে ফের আবেদন করতে পারে কেন্দ্র৷ পরীক্ষার্থীদের শারীরিক অবস্থার কথা ভাবা হোক৷'
This will be my request to all state govts, let us do it together, let us go to Supreme Court & postpone the exam for the time being until and unless the situation allows students to sit for exam (JEE/NEET): West Bengal CM at Sonia Gandhi's virtual meet with CMs of 7 states. pic.twitter.com/uvBfsg1Eeu
— ANI (@ANI) August 26, 2020
এ দিন সনিয়া ও মমতার ডাকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন অ-বিজেপি শাসিত ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, 'আমি বহু বার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি৷ বিকল্প উপায় প্রধানমন্ত্রী নিতে পারতেন৷ কেন্দ্র যদি আবেদন না জানায় সুপ্রিম কোর্টে, রাজ্যগুলি আদালতে যাক৷ রাজ্যগুলির একযোগে আদালতে যাওয়া উচিত৷'
কেন্দ্রের সমালোচনা করে মমতা বলেন, 'জিএসটি নিয়ে কেন্দ্র অনড়৷ আমার কেন্দ্রের থেকে কিছুই পাইনি৷ মে-জুনে বকেয়া ৪ হাজার ১০০ কোটি টাকা৷ রাজ্য চালাবো কী করে? যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এখন অদ্ভূত পরিস্থিতি৷ মানুষের উপকার করতে গেলেই বিরক্ত করা হচ্ছে৷ এমন অত্যাচার আগে কখনও হয়নি৷ টাকা কি আকাশ থেকে পড়ে?'
করোনার পরিস্থিতিতে দুটি সর্বভারতীয় পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে৷ তাই পরীক্ষাগুলি স্থগিত করা হোক, ইতিমধ্যেই এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি চিঠি দিয়েছেন মমতা৷
বৈঠকে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রমুখ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: JEE Exams, NEET Exams