প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের জল্পনা, সিটের নেতৃত্বে প্রাক্তন বিচারপতি

Last Updated:
#নয়াদিল্লি: ষড়যন্ত্র করেই কী প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ? বিচারপতি একে পট্টনায়েকের নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আপাতত পিছনের সারিতে। বিচারবিভাগের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ কি বৃহত্তর কোনও ষড়যন্ত্রের অঙ্গ ? এ নিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের দিল শীর্ষ আদালত । প্রাক্তন বিচারপতি একে পট্টনায়েকের নেতৃত্বে কাজ করবে সিট।
বিচারবিভাগের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী উৎসব বাইন্স। টানা চারদিন শুনানির আদালত জানাল, যথেষ্ট গুরুত্ব দিয়ে অভিযোগ খতিয়ে দেখা দরকার। বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ, তদন্তের কাজ চালাবে বিশেষ তদন্তকারী দল ৷ প্রাক্তন বিচারপতি একে পট্টনায়েকের নেতৃত্বে তদন্তের কাজ চলবে ৷ তদন্তকারী দলে থাকবেন সিবিআই, আইবি-র আধিকারিকরা ৷
advertisement
advertisement
জেট কর্তা নরেশ গয়াল, ডি-কোম্পানির দাউদ ইব্রাহিম সহ আরও কয়েকজন সুপ্রিম কোর্টের বিচারব্যাবস্থাকে প্রভাবিত করতে কলকাঠি নাড়ছেন। প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এই প্ল্যানেরই অংশ - আইনজীবী উৎসব বাইন্সের অভিযোগ খতিয়ে দেখতেই সিটের তদন্তের নির্দেশ । শুনানিতে বিচারপতিরা মন্তব্য করেন,‘আপনি যত ক্ষমতাশালী আর ধনীই হোন না কেন, বিচারব্যবস্থার মধ্যে ঢোকার চেষ্টা করবেন না। অল্প কয়েকজন আইনজীবীও আদালতে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এই ধরণের কাজ বরদাস্ত করব না।’
advertisement
সুপ্রিম কোর্টের প্রাক্তন মহিলা কর্মীর অভিযোগের তদন্ত করতে বিচাপতি বোবদের নেতৃত্বে বেঞ্চ গঠিত হয়েছিল। বৃহস্পতিবার হলফনামা দিয়ে অভিযোগকারী মহিলার অভিযোগ, প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলার অভিমুখই বদলে দেওয়া হচ্ছে। যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগের শুনানি আবার কবে হবে তা ঠিক হয়নি। সুপ্রিম কোর্টও বুঝিয়ে দিয়েছে, আপাতত ষড়যন্ত্রের অভিযোগ ও সিটের তদন্তই তাদের কাছে অগ্রাধিকার।
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের জল্পনা, সিটের নেতৃত্বে প্রাক্তন বিচারপতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement