#দেরাদুন: করোনা আবহে আবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু। ইতিমধ্যে নয় রাজ্যে বার্ড ফ্লু থাবা বসিয়েছে। উত্তরাখন্ডের দেরাদুন এবং ঋষিকেশে প্রায় ২০০টি পাখির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে বেশিরভাগ হল কাক। আজ সোমবার সরকারি সূত্রে জানানো হয়, গতকাল দেরাদুনের বিভিন্ন অঞ্চলে ১৬৫টি পাখির মৃতদেহ পাওয়া গিয়েছে, তার মধ্যে শুধু ভান্ডারীবাগ এলাকাতেই ১২১টি মৃত কাকের দেহ মিলেছে।
বন দফতরের কর্মকর্তা রাজীব ধীমান জানিয়েছেন, দেরাদুনে মৃত পাখির মধ্যে ১২১টি কাক, দু’টি পায়রা এবং একটি চিলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চিফ ওয়াল্ডলাইফ ওয়ারডেন-এর জেএস সুহাগ বলেছেন, মৃত পাখিদের নমুনাগুলি তাঁদের মৃত্যুর কারণ পরীক্ষা করার জন্য বরেলির ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ঋষিকেশে ও তার আশেপাশে বিভিন্ন স্থানে ৩০টির বেশি পাখি মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। সরকারি ভেটেনারি অফিসার রাজেশ রাতুরী জানিয়েছেন, এইমস চত্বরে ২৮টি কাক ও একটি পায়রা, বিস বিঘা এলাকায় একটি পায়রা এবং রায়ওয়ালা স্টেশনে দু’টি পাখির মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃত পাখিদের নমুনা সংগ্রহ করে পরবর্তী কাজের জন্য বন দফতরে পাঠানো হয়েছে।